যে বিধিকে হাতিয়ার করে বাজার থেকে বিভিন্ন সংস্থার টাকা তোলা বন্ধ করতে চাইছে সেবি, সেটিকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালী কর্তৃপক্ষ।
আইনজীবীদের মারফত আবেদনকারী সংস্থাটির দাবি, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) সংক্রান্ত সেবি-র বিধি ও সেটি কার্যকর করার নিয়মাবলির পরিধি এত বড় যে, তা মানতে হলে বহু প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। আদালতের কাছে রোজ ভ্যালীর বক্তব্য: সেবি-র সিআইএস সংক্রান্ত বিধিতে রয়েছে, বাজার থেকে টাকা তুললে ব্যবসাই করা যাবে না। ফলে এটি ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংস্থার অভিযোগ।
প্রসঙ্গত, সেবি-কর্তাদের দাবি হল, রোজ ভ্যালী জমি-বাড়ি দেওয়ার কথা বলে যে ভাবে বাজার থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি আমানত সংগ্রহ করছে, সেবি-র নিয়ম তা অনুমোদন করে না। এর প্রেক্ষিতে তাঁরা রোজ ভ্যালীকে নির্দেশ দিয়েছিলেন, কোনও প্রকল্প থেকেই আর আমানত সংগ্রহ করা যাবে না। সংস্থা-কর্তৃপক্ষ এ যাবৎ সংগৃহীত আমানত অন্য কোথাও সরাতে পারবেন না, এমনকী তা অন্যত্র বিনিয়োগও করা যাবে না বলে সেবি নির্দেশ জারি করেছে।
এই পরিস্থিতিতে সেবি-র সিআইএস সংক্রান্ত বিধিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে রোজ ভ্যালি। সংস্থার কৌঁসুলি সমরাদিত্য পাল ও অসীম চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, সেবি যা যা করতে নিষেধ করেছিল, সংস্থা তা মেনেছে। ওঁদের দাবি: রোজ ভ্যালিতে আমানতকারীদের গচ্ছিত অর্থ সম্পূর্ণ নিরাপদে রয়েছে, মেয়াদ শেষে তা ফেরত দেওয়া হবে। আদালতের কাছে রোজ ভ্যালীর দাবি: তারা এখন যে সব ব্যবসা করে, তাতে সেবি-র নাক গলানোর কোনও এক্তিয়ার নেই। বরং আয়কর দফতরের মতো এজেন্সি তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবং জমি-বাড়ির জন্য নির্ধারিত প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংস্থার তরফে সেবি’কে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সংস্থার বক্তব্য, তারা জমি বা বাড়ির জন্য আর কোনও আমানত সংগ্রহ করছে না। সেবি’র কৌঁসুলি প্রশান্ত দত্তের দাবি: সেবি বাজার থেকে টাকা তোলা বন্ধের নির্দেশ দেওয়ার পরে কলকাতা হাইকোর্টে আগেই একটি মামলা দায়ের করেছিল রোজ ভ্যালি। আর তার রায়ে হাইকোর্ট বলে দিয়েছিল, সেবি’র নির্দেশ মানতে হবে। রায় বিপক্ষে গিয়েছে দেখে রোজ ভ্যালি কর্তৃপক্ষ সিআইএস সংক্রান্ত বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করেছেন, যার শুনানি সম্প্রতি শেষ হয়েছে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। জুনের প্রথম সপ্তাহে মামলার রায় ঘোষণা হতে পারে বলে প্রশান্তবাবু মঙ্গলবার জানান।
সেবি-র কর্তা জানিয়েছেন, রোজ ভ্যালী বাজার থেকে টাকা তুলতে পারবে না- হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিলিপি রাজ্যকেও পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, রোজ ভ্যালীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মতো পরিকাঠামো সেবি-র হাতে মজুত না-থাকায় রাজ্যকে তৎপর হতে হবে। রোজ ভ্যালী সম্পর্কে ত্রিপুরা-অসম-বিহার-ঝাড়খণ্ড সরকারকেও হুঁশিয়ার করা হয়েছে বলে সেবি-সূত্রের দাবি। |