টুকরো খবর |
পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠক পুলিশের
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই জন্যই প্রাক নির্বাচনী প্রস্তুতি হিসেবে মঙ্গলবার জেলার ১৯টি থানার ওসিদের নিয়ে একটি বৈঠক সারলেন বীরভুমের পুলিশ সুপার মুরলীধর শর্মা। |
বৈঠক শেষে। —নিজস্ব চিত্র। |
সিউড়িতে হওয়া ওই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হল এ নিয়ে পুলিশ সুপার মুখ খুলতে না চাইলেও ভোটের আগে প্রত্যেকটি থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথ সম্পর্কে খোঁজ রাখা এবং নির্বাচনের প্রয়োজনে যে সব গাড়িগুলি নেওয়া হবে সে ব্যপারে আগাম প্রস্তুতি নিয়ে রাখা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
|
একদিনে চারটি অপমৃত্যু রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
একই মহকুমার দু’টি থানা এলাকায় সোমবার চারটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই দিন মাড়গ্রাম থানার ধল্লা গ্রামের বধূ থামু মণ্ডল (২৫) বাড়িতেই কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরান। রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই থানারই শ্রীকৃষ্ণপুর গ্রামের বধূ রসুলা খাতুন (২০) ওই গ্রামে বাপেরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অন্য দিকে, আসাদ হোসেন (২৫) নামে মুরারই থানার পলশা গ্রামের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই থানার গোঁসাইপুর গ্রামের ভারতী দাস (৪২) নামে এক বধূ কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
অবরোধ |
খানাখন্দে ভরা রাস্তা যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনের কাছে বারবার জানিয়েও সংস্কার হয়নি রাস্তা। এ বার তাই দাবি পূরণের জন্য মঙ্গলবার ইঁদপুর থানার বনকাটা সেতুর কাছে, বাঁকুড়া-খাতড়া রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টাখানেক ধরে অবরোধ চলে। ইঁদপুরের বিডিও সুবল মহাপাত্র ঘটনাস্থলে গিয়ে শীঘ্রই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ায় বেলা প্রায় ১১টায় অবরোধ ওঠে। ইঁদপুরের বিডিও সুবল মহাপাত্র বলেন, “ওই এলাকার রাস্তা খারাপের কথা রাজ্য পূর্ত দফতরের বাঁকুড়া ডিভিশনকে জানানো হয়েছে। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে পূর্ত দফতর জানিয়েছে।”
|
সমবায় নির্বাচন |
নলহাটির একটি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে শুধুমাত্র বামপন্থী প্রগতিশীল মোর্চা প্রার্থীরাই মনোনয়নপত্র তুললেন। কংগ্রেস, তৃণমূল বা অন্য রাজনৈতিক দলগুলি মনোনয়নপত্র তোলেনি। আগামী ৮ জুন নির্বাচন। নলহাটি ১ ব্লক সমবায় পরিদর্শক অনুপকুমার বসাক জানান, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। কেবলমাত্র ৬ জন মনোনয়নপত্র তুলেছেন। |
|