আজ শ্রীসন্তদের আদালতে পেশ |
বেটিং দুর্নীতিতে জড়িত তিন আইপিএল খেলোয়াড় শ্রীসন্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণ-সহ মোট ১৪ জনকে দিল্লির সাকেত আদালতে পেশ করা হবে। আজ তাঁদের পুলিশি হেফাজতের সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে বেটিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক রঞ্জি ক্রিকেটার বাবুরাও যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের আরও ভালভাবে জেরা করার জন্য তাঁদের ফের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। কারণ, বেটিং চক্রান্তের সঙ্গে বার বার বলিউডের যোগ উঠে আসছে। এ নিয়ে বলিউডের এক কাস্টিং ম্যানেজারকে জেরা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে পুলিশ।
অন্য দিকে তদন্তের পুলিশ দাবি করেছে, বুকি ও ক্রিকেটারদের মধ্যে প্রধানত যোদসূত্র হিসেবে কাজ করতেন অজিত চান্ডিলা। বিশেষত, নতুন ক্রিকেটারদের চাপ দিয়ে বুকিদের হয়ে কাজ করাতেন তিনি। এর মধ্যে চান্ডিলার এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে কুড়ি লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ক্রিকেট খেলার কিট ব্যাগের মধ্যে লুকোনো ছিল টাকা। আজ আইপিএল বন্ধ করা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপিএলে নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে বিসিসিআইকে তদন্ত করে ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশে আরও বলা হয়েছে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া আইন গঠন করতে হবে বিসিসিআইকে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, স্পট ফিক্সিং কাণ্ডে দারা সিংহের ছেলে বিন্দু দারা সিংহকে
গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তিনি বলিউড ও ক্রিকেটারদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। আগামী কাল তাঁকে আদালতে তোলা হবে।
|
পঞ্চায়েত ভোটে ৫ রাজ্য থেকে সশস্ত্র পুলিশ |
পঞ্চায়েত ভোট উপলক্ষে পাঁচটি রাজ্য থেকে সশস্ত্র পুলিশ বাহিনী আনার উদ্যাগ নিল রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, অসম, ছত্তীসগঢ় ও ওড়িশা থেকে এই মর্মে সবুজ সঙ্কেত মিলেছে। প্রাথমিক ভাবে এই রাজ্যগুলি থেকে ৮-১০ কোম্পানি সশস্ত্র বাহিনী আসবে। পরে দরকার অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হতে পারে।
|
দেবযানীকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ |
আজ সকাল ১০.১৫ নাগাদ আলিপুর মহিলা সংশোধনাগার থাকা সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে বারুইপুর আদালতে হাজির করা হয়। সেখানে পুলিশের আবেদন মেনে দেবযানীকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সকাল থেকেই সেখানে হাজির ছিলেন সারদার প্রচুর এজেন্ট ও আমানতকারী। বিক্ষোভ ও বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় সেখানে মজুত ছিল সশস্ত্র পুলিশ বাহিনী। ছিল প্রচুর মহিলা পুলিশও।
অন্য দিকে, আজও নিউ টাউন থানায় প্রায় আড়াই ঘণ্টা ধরে জেরা করা হয়েছে সুদীপ্ত সেনকে। আজকের জেরায় অনেক নতুন তথ্য জানা গিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ ২৪ পরগনা পুলিশ।
|