বেনজির ভুট্টো হত্যা মামলায় পারভেজ মুশারফকে জামিন দিল পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত। কিন্তু এর পরেও গৃহবন্দি হয়ে থাকতে হবে প্রাক্তন পাক প্রেসিডেন্টকে। ২০০৭-এ জরুরি অবস্থার সময় বিচারপতিদের আটক, ২০০৬-এ বালোচ জাতীয়তাবাদী নেতা আকবার বাগতিকে খুনের ঘটনায় মুশারফের বিরুদ্ধে এখনও মামলা চলছে।
|
উত্তর আফগানিস্তানের বাঘলানে সরকারি ভবনের সামনের আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৪। সোমবার বাড়িটির বাইরে দাঁড়িয়ে ছিলেন বাঘলান প্রদেশের প্রধান রাসুল মাহসেনি। তাঁর পাশেই পুলিশের পোশাকে দাঁড়িয়ে ছিল আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। হতদের মধ্যে সাত জন পুলিশ। তালিবান দায় স্বীকার করেছে।
|
রিগিংয়ের অভিযোগ ওঠায় নতুন করে ভোট হয়েছিল করাচিতে। আর তাতেই বিরোধী পক্ষের সঙ্গে বড় ব্যবধান রেখে জয়ী হতে চলেছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। পাক সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অন্তত এমন কথাই বলছে। |