সারদা কাণ্ড: জেল হেফাজতের নির্দেশ দেবযানী মুখোপাধ্যায়ের |
সারদা কাণ্ডে পুলিশ হেফাজতে থাকা দেবযানী মুখোপাধ্যায়কে আজ তোলা হয় বিধাননগর আদালতে। বিধাননগর আদালত ৩১ মে পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আগামী কাল বারুইপুর থানার পুলিশ তাকে জেরা করতে আসবে।
এ দিকে অসুস্থ
দেবযানী মুখোপাধ্যায়কে কেন সরকারি হাসপাতালে না রেখে ব্যায়বহুল বেসরকারি হাসপাতালে রেখে চিকিত্সা করানো হল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। বেসরকারি হাসপাতালের তরফ থেকে পুলিশের কাছে দেবযানী মুখোপাধ্যায়ের চিকিত্সার জন্য ৩০ হাজার টাকার বিল পাঠানো হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় যে ওই টাকা দেবযানী মুখোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিবারের তরফ থেকে ওই টাকা দিতে অস্বীকার করেন তাঁরা। তাই বেসরকারি হাসপাতালের বকেয়া মেটানো নিয়েও তৈরি হয়েছে জটিলতা।
|
ফরাক্কায় পথ দুর্ঘটনা, নিহত ২, আহত ৮ |
ফরাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই যাত্রী। গুরুতর আহত হয়েছেন আট জন। ফরাক্কার খোসলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান রাস্তার উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। গুরুতর আহত অবস্থায় ভ্যানের আরও আট যাত্রীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পিকআপ ভ্যানের চালক পলাতক। ভ্যানটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
|
চা বাগানে উদ্ধার চিতা বাঘ |
জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগান থেকে ধরা পড়ল একটি চিতা বাঘ। আজ সাকালে কাজ করতে এসে বাগানে চিতা বাঘটিকে দেখেন বাগানের শ্রমিকরা। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় চিতা বাঘটিকে উদ্ধার করেন। বন কর্মীদের ধারণা, সন্তান প্রসবের জন্যই বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। চিকিত্সার পরে গরুমারার জঙ্গলে চিতা বাঘটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। |