জুন মাসেই পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে ১৯৯৮-কিউ-২ নামের গ্রহাণুটি। গত দু’শতকের ইতিহাসে এই গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর দূরত্ব হবে সব চেয়ে কম, মাত্র ৫৮ লক্ষ কিলোমিটার। যা হল পৃথিবী থেকে চাঁদের দূরত্বের মাত্র ১৫ গুণ। নাসার মহাকাশবিজ্ঞানী ল্যান্স বেনের মনে করেন, পৃথিবীর এত কাছে চলে আসার ফলে গ্রহাণুটির নানা দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাওয়া যাবে। এই সুযোগ মিলবে আবার ২০০ বছর পর।
|
চাঁদের বুকে আছড়ে পড়ল একটি বিশালাকার উল্কা। যার জেরে চাঁদের মাটিতে এমন বিস্ফোরণ হল যা খালি চোখেই দেখা গেল পৃথিবী থেকে। চাঁদে উল্কাপাত প্রায়শই হয়। কিন্তু এমন নজির এই প্রথম। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিস্ফোরণের তীব্রতা ছিল অন্তত ৫ টন টিএনটি-র একসঙ্গে বিস্ফোরণের সমান।
|
এক মাসের জন্য বাংলাদেশে সব রাজনৈতিক সভার উপরে নিষেধাজ্ঞা জারি করল সরকার। বিগত বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক গোলমালে অশান্ত বাংলাদেশ। মৌলবাদী নেতাদের বিরুদ্ধে আদালতের একের পর এক নির্দেশে ছড়িয়েছে উত্তেজনা। মে মাসে মৌলবাদীদের বার বার বিক্ষোভের সময়ে হিংসায় ২৮ জন নিহত হয়েছেন। |