আজকের শিরোনাম
স্পট ফিক্সিং নিয়ে বৈঠকে বিসিসিআই
আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ড প্রকাশ্যে আসার পর এই প্রথম বৈঠকে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেন্নাইয়ের এই বৈঠকে জগমোহন ডালমিয়ার পরিবর্তে সিএবি-র তরফে যোগ দিয়েছেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বৈঠকে অনুপস্থিত থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যেমে নিজের মতামত রাখেন আইপিএল কমিশনার রাজীব শুক্ল। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন বলেন, গড়াপেটা রুখতে ব্যর্থ হয়েছে বোর্ড। তিনি বলেন, পুলিশের মতো নজরদারি করা বোর্ডের পক্ষে সম্ভব নয়। যদিও আইপিএল-এর প্রতিটি দলে নজরদারি চালাতে এর পর থেকে দুর্নীতি দমন শাখার আধিকারিক নিয়োগ করা হবে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে স্পট ফিক্সিং সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। কোনও ক্রিকেটারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে আজীবন নির্বাসনের মতো কঠোর শাস্তি দেওয়া হবে। শ্রীনিবাসনের দাবি, অভিযুক্ত তিন ক্রিকেটার ছাড়া আর কোনও ক্রিকেটার গড়াপেটায় যুক্ত নেই।

করাচিতে খুন পাক রাজনীতিক
অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় প্রাণ হারালেন পাকিস্তানের বরিষ্ঠ মহিলা রাজনীতিবিদ জাহরা শাহিদ হুসেন। তিনি প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানের দক্ষিণ বন্দর শহর করাচিতে নিজের বাড়ির বাইরে হামলাকারীদের গুলিতে খুন হন জাহরা। হামলার কারণ এখনও পর্যন্ত জানা যাননি। করাচির এমকিউএম পার্টির লন্ডন-নিবাসী নেতা আলতাফ হুসেনই খুনের জন্য দায়ী বলে টুইটারে অভিযোগ করেছেন ইমরান খান। যদিও এমকিউএম পার্টির তরফে তা নস্যাত্ করা হয়েছে। ইমরানের এই অভিযোগকে অপরিণত মন্তব্য বলে উড়িয়ে দিয়ে এই খুনের নিন্দা করেছে এমকিউএম পার্টি।

স্যাক্রামেন্টো কিংগস-এর মালিকানা মুম্বই-ধনপতির
৫৩৫ মিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড মূল্যের বাস্কেটবল দল স্যাক্রামেন্টো কিংগস-এর মালিকানা কিনলেন মুম্বইয়ের ধনপতি বিবেক রনদিভ। আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ-এর অন্যতম গুরুত্বপূর্ণ দল স্যাক্রামেন্টো কিংগস-এর বেশির ভাগ স্বত্ত্ব কিনেছেন তিনি। মুম্বইয়ে জন্মানো বিবেক রনদিভ আমেরিকার সিলিকন ভ্যালির ৪ বিলিয়ন ডলার অর্থমূল্যের টিবকো সফটওয়্যার-এর প্রতিষ্ঠাতা। স্যাক্রামেন্টো কিংগস-এর দখল নিতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মাইক্রোসফট-এর সিইও স্টিভ বালমার ও তাঁর সহযোগী সংস্থারা। স্যাক্রামেন্টো-র ৬৫ শতাংশ শেয়ার কিনতে বিবেক ও তাঁর সহযোগীদের খরচ হয়েছে ৩৪৭ মিলিয়ন ডলার। প্রথম ভারতীয় হিসেবে এনবিএ-এর কোনও দলের মালিক হবেন বিবেক রনদিভ।

আরও এক বাঙালির এভারেস্ট জয়
ফের এভারেস্ট শৃঙ্গে পা রাখলেন আরও এক বাঙালি, উজ্জ্বলকুমার রায়। ২৮ মার্চ এভারেস্টের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন তিনি। শনিবার ছন্দা গায়েনের পর আজ শ্যামপুকুর থানার ওসি উজ্জ্বলবাবুর এই কীর্তি নিঃসন্দেহে বাঙালি পর্বতারোহীদের যথেষ্ট উত্সাহ বাড়াবে।

এই সংক্রান্ত ছন্দা গায়েনের খবর:

খানাকুলে বজ্রাঘাতে মৃত ৩
হুগলীর খানাকুলে বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের। অসুস্থ কাকাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন দুই ভাইপো। রাস্তাতেই বজ্রাঘাতে মৃত্যু হয় খানাকুলের পাতুল গ্রামের বাসিন্দা ওই তিন জনের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.