টুকরো খবর
জঙ্গি-অনুপ্রবেশ রুখল সেনারা
জঙ্গি-অনুপ্রবেশ রুখতে সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সেনাদের গুলির মুখে অস্ত্রশস্ত্র ফেলে পালাল জঙ্গিরা। ভোর তিনটে। কুপওয়ারার মাচিল সীমান্তের কাছে দু’-চার জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘুরঘুর করতে দেখে সন্দেহ হয় ভারতীয় সেনার। চ্যালেঞ্জ জানাতেই প্রকাশ্যে এল ঘটনাটা রাতের অন্ধকারে চলছিল জঙ্গি-অনুপ্রবেশ। সঙ্গে সঙ্গেই ৫৬ রাষ্ট্রীয় রাইফেলস্ বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে জঙ্গিদের। তারা পাক অধিকৃত কাশ্মীর থেকে মাচিল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তারা যে বাহিনীর নজরে পড়েছে, জানতে পেরেই দিনগেরি পোস্টের সেনাদের উদ্দেশে গুলি করতে শুরু করে। এতে নিহত হয়েছেন জুনিয়র কমিশনড অফিসার অরুণ কুমার। আহত হন জওয়ান সোলাঙ্কি রাজু।

পাপ্পুর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিহতের স্ত্রী
পটনা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিলেন পূর্ণিয়ার নিহত সিপিএম বিধায়ক অজিত সরকারের স্ত্রী মাধবীদেবী। অজিতবাবুর খুনে অভিযুক্ত প্রাক্তন সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবকে গত কাল বেকসুর খালাস করে দেয় হাইকোর্ট। তার প্রেক্ষিতে আজ মাধবীদেবী জানিয়েছেন, আদালতের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তাঁর মনে হচ্ছে, ওই খুনের ঘটনার কিছু তথ্য আদালতের সামনে সঠিকভাবে পেশ করতে পারেননি আইনজীবীরা। তার জেরেই হাইকোর্ট ওই রায় দেয়। তিনি আরও জানিয়েছেন, অজিতবাবুর খুনের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অসমে ফের ধৃত অর্থলগ্নি সংস্থার কর্তা
ভুঁইফোঁড় আর্থিক সংস্থার আরও এক কর্তাকে গ্রেফতার করল সিআইডি। পুলিশ সূত্রে খবর, আজ বেলতলা থেকে ‘জীবন ধারা’ সংস্থার অধিকর্তা সারজু আচার্যকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তি ‘জীবন সুরক্ষা’ গোষ্ঠীরও অন্যতম কর্তা ছিলেন। আদালত ধৃতকে সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অসমের আমানতকারীদের ১৫০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এর আগে ওই সংস্থার আরজু আচার্য, উত্তম আচার্য, অশোক চক্রবর্তী, চন্দন দাস ও তাঁর স্ত্রী সঙ্গীতা দাসকে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আরজু, সারজু আদতে নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। চন্দন দাসের সঙ্গে যৌথভাবে ‘জীবন সুরক্ষা’ সংস্থাটি গড়েছিলেন তাঁরা।

৫ মূক বধির নাবালিকাকে ধর্ষণ, জয়পুরে ধৃত ৪
পাঁচ মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্বেচ্ছাসেবী সংস্থার ২ কর্মীর বিরুদ্ধে। জয়পুরের কানোটা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ অনাথ নাবালিকা আবাসিক স্কুলে থাকত। বয়স ১৫ থেকে ১৭-র মধ্যে। ‘আওয়াজ ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংস্থা ওই স্কুলটি চালায়। অভিযোগ ওই স্কুলের দুই কর্মী অশোক এবং সুরেশ ওই পাঁচ জনকে কয়েক দিন ধরে ধর্ষণ করে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ওই পাঁচ জনের অভিযোগে প্রথমে আমলই দিতে চাননি। পরে ওই কিশোরীরা পুলিশের দ্বারস্থ হয়। ডিসিপি (পূর্ব) শ্বেতা ধনকর জানিয়েছেন, মূল দুই অভিযুক্ত সুরেশ ও অশোককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

৩ দিন পুলিশ হেফাজত সিবিআই কর্তার
ঘুষ নেওয়ায় অভিযোগে ধৃত সিবিআই অফিসার বিবেক দত্ত ও রাজেশ চন্দ্র কর্নাটককে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। কয়লা কেলেঙ্কারিতে সিবিআই দলের প্রধান বিবেক। শুক্রবার সিবিআই সদর দফতরের কাছে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি ও রাজেশ। দীনেশ চন্দ্র গুপ্ত নামে ওই ব্যবসায়ী ও রাজেশ পাচিসিয়া নামে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। পাচিসিয়া বিবেক ও দীনেশের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করতেন বলে অভিযোগ। বিবেকের আইনজীবীর দাবি, তদন্ত থেকে তাঁকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে।

শুভেচ্ছা সফর পাকিস্তানে
শিগগিরই রাজ্যের ১২ জন বিধায়কের এক প্রতিনিধি দলকে শুভেচ্ছা সফরে পাঠাতে চলেছে জম্মু-কাশ্মীর সরকার। ওমর সরকারের এই পদক্ষেপে সায় দিয়েছে দিল্লিও। জম্মু-কাশ্মীরের আইনমন্ত্রী মীর সাফুল্লা জানিয়েছেন, পাকিস্তান ভোটের আগেই শুভেচ্ছা সফরের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। অবশেষে তার সম্মতি মিলল। রাজ্যের কোন কোন বিধায়ক পাক সফরে যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। নওয়াজ শরিফের জয়ের প্রেক্ষিতে জম্মু-কাশ্মীর সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে দিল্লির রাজনৈতিক মহল।

মাওবাদী-কোবরা সংঘর্ষ, হত ৯
ছত্তীসগঢ়ে মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক কোবরা কম্যান্ডো-সহ ৯ জন নিহত হয়েছেন। এ কথা জানিয়েছেন ছত্তীসগঢ় পুলিশের অতিরিক্ত ডিজি আর কে ভিজ। ভিজ জানিয়েছেন, বিজাপুর জেলার এডেসমেটা গ্রামের কাছে শুক্রবার গভীর রাতে তল্লাশি চালাচ্ছিল কোবরা কম্যান্ডোদের একটি দল। তখনই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের দাবি, মাওবাদীরা গ্রামবাসীদের ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করে। ফলে, মাওবাদীদের সঙ্গে কিছু গ্রামবাসীও নিহত হয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.