নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক রং-মিস্ত্রির। অভিযোগ, এক রাজমিস্ত্রির সঙ্গে বচসার জেরেই মৃত্যু হয় তাঁর। শনিবার, নিউটাউনের ঘটনা। মৃত অর্জুন পর্বতের (২২) বাড়ি বাসন্তীতে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বহুতলের তিনতলার একটি ঘরে ছিলেন অর্জুন। পাশের ঘরে ছিলেন ওই রাজমিস্ত্রি। অভিযোগ, অর্জুনের ঘরে বিদ্যুৎসংযোগ থাকলেও ওই রাজমিস্ত্রির ঘরে মাঝেমধ্যেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। পুলিশ জানায়, এ নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে। অর্জুন ওই রাজমিস্ত্রিকে বিষয়টি প্রোমোটারকে জানাতে বলেন। অভিযোগ, শনিবার সকালে এ নিয়ে ফের গোলমাল বাধলে ওই রাজমিস্ত্রি কিছু লোকজন নিয়ে এসে অর্জুনকে মারধর শুরু করেন। তখন তিনতলার জানলা দিয়ে পড়ে মৃত্যু হয় অর্জুনের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় ছ’জনকে আটক করেছে পুলিশ। খুনের মামলা রুজু হয়েছে।
|
মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র মামলার অভিযোগকারী পুলিশি তদন্তে সন্তুষ্ট নন। শনিবার আলিপুর আদালতের বিচারক উমেশ সিংহকে অমিত সর্দার নামে ওই অভিযোগকারীর আইনজীবীরা জানান, তাঁদের মক্কেল যে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন, তা তাঁরা লিখিত ভাবে আদালতকে জানাতে চান। বিচারক অভিযোগকারীর আইনজীবীদের ১ জুন ওই আবেদন জমা দিতে বলেছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অবসরপ্রাপ্ত সরকারি অফিসার সুব্রত সেনগুপ্ত-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। পুলিশ চার্জশিটে অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকেই অভিযুক্ত করে। বাকি তিন জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট পেশ করেনি। পুলিশ বলেছে, ওই তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এ দিন বিচারকের কাছে অম্বিকেশবাবু এবং সুব্রতবাবু অভিযোগ করেন, সমন পাওয়ার পরে এ নিয়ে তাঁরা তিনবার আদালতে এলেন। এ দিনও মামলা এগোয়নি। বিচারক যেন এর বিহিত করেন। অভিযুক্তদের আইনজীবী সঞ্জীব গঙ্গোপাধ্যায় বলেন, কবে এই মামলার শুনানি শুরু হবে তা তিনি বুঝতে পারছেন না। অভিযোগকারীর আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও অরিন্দম দাস জানান, এটি তথ্য প্রযুক্তির মামলা। তদন্তে অসন্তোষের আবেদন তৈরি হতে সময় লাগবে।
|
ছাত্রের থেকেও যে শিক্ষকরা শিক্ষা নেন, তেমন নজির প্রায় নেই। ফিউচার ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সেই নজিরটাই তৈরি করছেন। ছাত্রের থেকে মনের জোরের শিক্ষা নিচ্ছেন তাঁরা। নাম পুষ্পক রায়। ঠোঁট নাড়া দেখে কথা বোঝেন তিনি। সে ভাবেই ক্লাস শুনে, পড়াশোনা করে এ বারের আইএসসি-তে ৮৬.২৫% নম্বর পেয়েছেন পুষ্পক। অষ্টম শ্রেণি থেকে শ্রবণশক্তি কমে যেতে থাকে পুষ্পকের। আইসিএসই পরীক্ষার সময় থেকে শ্রবণশক্তি প্রায় হারিয়ে ফেলেন তিনি। পরে শুরু হয় চিকিৎসা, মেডিক্যাল যন্ত্রের সাহায্য নেওয়ার পালা। কোনওটাই তেমন সহায়ক না হওয়ায় ঠোঁট নাড়া দেখে কথা বোঝার কৌশল আয়ত্ত করা শুরু।
|
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস এবং হাইল্যান্ড পার্কের সম্মিলনী মহাবিদ্যালয়ে যে সব কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ হওয়ার কথা ছিল, তাঁদের প্রশিক্ষণকেন্দ্র বদল হল। রবীন্দ্রভারতীতে যাঁদের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল, তাঁদের যেতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্মিলনী মহাবিদ্যালয়ের প্রশিক্ষণ প্রার্থীদের যেতে হবে ইউনাইটেড মিশনারি পিটিটি কলেজে। কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না শনিবার এ কথা জানান।
|
পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ মিলল। শনিবার, ঘোলা থানার লেনিনগড়ে। মৃত কৌশিক দেবনাথের (১৭) বাড়ি নিমতায়। পুলিশ জানায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিল কৌশিক। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। পরিজনের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। পুলিশের অনুমান, পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে তার মৃত্যু হয়েছে।
|
গাছ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার, চিৎপুর থানা এলাকায়। মৃতের নাম লালু প্রসাদ। পুলিশ জানায়, উত্তরপ্রদেশের বাসিন্দা পেশায় খালাসি লালু আম পাড়তে গাছে ওঠেন। তখনই ঘটে দুর্ঘটনা। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
মহাকাশে বসবাসের মডেল গড়ে ‘নাসা’-এ ডাক পাওয়া স্কুলছাত্র অমিক মণ্ডলের ভিসা পাওয়া নিয়ে জট পেকেছে। অমিকের বাবা অসিতবরণবাবু জানান, ২৩-২৭ মে সান দিয়েগোয় কনফারেন্সে যাওয়ার কথা তার। মার্কিন কনস্যুলেট জানিয়েছে, ভিসার ইন্টারভিউ হবে ২৪ মে। তা এগোতে রবিবার তাঁরা আর্জি জানাবেন। |