টুকরো খবর
রাইট্স ইস্যু ছাড়বে ইউনাইটেড ব্যাঙ্ক
চলতি আর্থিক বছরে রাইট্স ইস্যু ছাড়ার পরিকল্পনা করেছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। বিভিন্ন আর্থিক সংস্থার কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ হাজার কোটি টাকার মূলধন তোলার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। ২০১২-’১৩-র আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে সিএমডি অর্চনা ভার্গব বলেন, “রাইট্স ইস্যুর অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করব।” এ দিকে ২০১২-’১৩ আর্থিক বছরে অনুৎপাদক সম্পদ খাতে আর্থিক সংস্থান বাড়াতে গিয়ে ব্যাঙ্কের নিট মুনাফায় টান পড়েছে। তা আগের বছরের থেকে ৩৮% কমে দাঁড়িয়েছে ৩৯২ কোটি টাকা। তবে সংস্থার মোট মুনাফা বা অপারেটিং প্রফিট আগের বারের থেকে ১২.১% বেড়েছে। মোট মুনাফার অঙ্ক ১৮২৯ কোটি টাকা। অনুৎপাদক সম্পদ খাতে গত বছর তারা সংস্থান করেছে ১০১০ কোটি টাকা। অন্য সব খাত মিলিয়ে মোট আর্থিক সংস্থান ১৬৮০ কোটি। আগের বার করা হয় ১১৯৬ কোটি টাকা। ভার্গব জানান, গত অর্থবর্ষে মোট অনুৎপাদক সম্পদ ৭৮৭.৪১ কোটি টাকা বেড়ে হয়েছে ২,৯৬৩.৮৩ কোটি। যা মোট ঋণের ৪.২৪%। আর্থিক সংস্থান এবং ঋণ ঢেলে সাজার পর নিট অনুৎপাদক সম্পদ দাঁড়িয়েছে ঋণের ২.৮৭%। ভার্গব বলেন, “আমাদের লক্ষ্য চলতি আর্থিক বছরে অনুৎপাদক সম্পদ মোট ঋণের ২%-এ নামিয়ে আনা।” গত অর্থবর্ষে মোট ব্যবসা ১১.৩৫% বেড়ে হয়েছে ১,৭০,৩৫৯ কোটি টাকা। তা ২ লক্ষ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য।

ব্যবসা বাড়াতে
এ বার এল ই ডি টিভি-র দিকে বেশি করে ঝুঁকছে এল জি ইলেকট্রনিক্স। সংস্থার অন্যতম কর্তা ঋষি টন্ডন জানান, চলতি আর্থিক বছরে এল ই ডি টিভি বিক্রি ৫০০০ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে আশা করছে সংস্থা। গত বছরের তুলনায় বৃদ্ধির হার দাঁড়াবে ৭০%। সে ক্ষেত্রে এল সি ডি টিভি উৎপাদন কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সংস্থার মোট ১৬০০০ কোটি টাকা ব্যবসার ৩৮% ‘হোম এনটারটেনমেন্ট’ বিভাগের দখলে। তার সিংহভাগই টিভি ব্যবসা। সেই বাজারে বিক্রি বাড়াতে এল ইডি টিভি তৈরি হচ্ছে বলে দাবি সংস্থার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.