ইরাকে বোমা বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ৭৬ জন। বিস্ফোরণ ঘটে রাজধানী বাগদাদ ও তার আশপাশ এলাকায়। পুলিশ সূত্রের খবর, সন্দেহভাজন জঙ্গিরাই ঘটায় এই বিস্ফোরণ। শনিবার প্রথম বড় বিস্ফোরণটি হয় একটি মসজিদে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় ওই মসজিদের বাইরে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণ ঘটেছে ইরাকের বিভিন্ন এলাকায়। কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন এই বিস্ফোরণে। আহত আরও ৪১। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত তিন দিনে এই
নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়াল ১৩০।
|
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে ভাবী পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনায় বসলেন সেনাপ্রধান পারভেজ আশফাক কিয়ানি। সরকারি সূত্রে খবর, কিয়ানিই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। শনিবার লাহৌরের মডেল টাউনে নওয়াজের ভাই শাহবাজের বাড়িতে আলোচনা হয়। পারভেজ মুশারফের সামরিক অভ্যুত্থানে গদিচ্যুত হয়েছিলেন নওয়াজ। এ বার সেনাবাহিনীকে নিজের সরকারের নিয়ন্ত্রণে রাখতে তিনি বদ্ধপরিকর বলে নির্বাচনের আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিএমএল-এন নেতা। নওয়াজের ঘনিষ্ঠ সূত্রে খবর, শনিবারের বৈঠক ভালই হয়েছে। সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন বিপদ মোকাবিলার পদ্ধতি নিয়ে একমতও হয়েছেন শরিফ ও কিয়ানি।
|
ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহের মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা সাত দিনের মধ্যে ভারতীয়দের অনলাইনে জমা দেওয়ার আবেদন জানালেন লাহৌর হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাঝাহার আলি আকবর নকভি। এই নকভিই সর্বজিৎ সিংহের মৃত্যু নিয়ে তদন্ত করছেন। তিনি কয়েকটি ওয়েবসাইটের নামও জানিয়ে দিয়েছেন যেখানে যে কেউ এ ব্যাপারে তাঁর বক্তব্য জানাতে পারবেন। তবে শুধু ভারতীয়রাই নন, পাকিস্তানের নাগরিকরাও জানাতে পারবেন তাঁদের বক্তব্য। সৈয়দ মাঝাহার আলি আকবর নকভি এও জানান যে তদন্তের খাতিরে ভারতে আসতে পারেন তিনি।
|
মাত্র পাঁচ বছর বয়সেই অপহৃত হয়েছিলেন সিচুয়ান প্রদেশের লুও গাং। সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবেই দীর্ঘ ২৩ বছর পর ফিরে এলেন বছর আঠাশের ওই যুবক। পুলিশ জানিয়েছে, স্কুল যাওয়ার পথেই লুওকে অপহরণ করে এক দল দুষ্কৃতী। তাকে বেচে দেওয়া হয় নিঃসন্তান এক দম্পতির কাছে। ছোটবেলার স্মৃতির উপর ভরসা করেই অবশেষে বাড়ি ফিরলেন লুও। |