সবে মাত্র শুরু হয়েছিল সাক্ষাৎকার পর্ব। কানের সমুদ্রসৈকতে তখন ঠান্ডা মিষ্টি হাওয়ার আমেজ। খোলা স্টুডিওতে বসে সাংবাদিকের চোখা প্রশ্ন দিব্যি সামলাচ্ছিলেন অস্কার-জয়ী অভিনেতা ক্রিস্টোফ ভলৎস। হঠাৎ কানফাটানো আওয়াজ। পর পর দু’বার। শুরু হল হুড়োহুড়ি। দর্শকের ভিড় থেকে রোল উঠল, গুলি ছুড়তে শুরু করেছে বন্দুকবাজ। তড়িঘড়ি স্টুডিও-র মঞ্চের পিছনে আশ্রয় নেন ক্রিস্টোফ। শুক্রবার রাতের এই ঘটনায় আতঙ্কিত হলেন কানের সৈকতে জড়ো হওয়া দর্শকরাও। |
পুলিশ জানিয়েছে, গত কালের এই ঘটনায় কেউ হতাহত হননি। ধরা পড়েছে মূল অভিযুক্ত। পুলিশের দাবি, বছর বিয়াল্লিশের ওই বন্দুকবাজ মানসিক বিকারগ্রস্ত। অসুস্থতার ঝোঁকেই পুরো ঘটনাটি ঘটিয়েছে সে।
কী ঘটেছিল শুক্রবার রাতে?
আসলে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মার্টিনেজ সমুদ্রসৈকতে অস্থায়ী স্টুডিও বানিয়েছিল এক ফরাসি নিউজ চ্যানেল। সেখান থেকেই কান-এর চলচ্চিত্র উৎসব কেন্দ্র করে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে তারা। শুক্রবার সম্প্রচার হচ্ছিল ‘জ্যাংগো আনচেনড’ খ্যাত ক্রিস্টোফ ভলৎস-এর সাক্ষাৎকার। হাজির ছিলেন তাঁর সহ-অভিনেতা ড্যানিয়েল অতিউলও।
ঠিকঠাকই চলছিল সব। মাঝখানে হঠাৎ আওয়াজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রেনেড ছুড়ে স্টুডিও উড়িয়ে দেওয়ার ভয়ও দেখিয়েছিল ওই মাঝবয়সী অভিযুক্ত। কিন্তু ভয়ই সার। পুলিশ পরে জানায়, রিভলভারে ফাঁকা কার্তুজ ভরা ছিল। তাই দু’বারই তিনি ফাঁকা আওয়াজ করেছিলেন। এমনকী, যে গ্রেনেডটি হাতে নিয়ে ভয় দেখাচ্ছিলেন তিনি, সেটিও ভুয়ো ছিল বলে দাবি পুলিশের। যদিও সে আওয়াজকে প্রথমে বাজির শব্দ বলে ভেবেছিল পুলিশ। পরে তারা যখন ঘটনাস্থলে পৌঁছয়, তত ক্ষণে স্টুডিওর রক্ষীরাই ধরে ফেলেছে অভিযুক্তকে। ক্রিস্টোফ তখনও ভয়ে শিউরোচ্ছেন। আর যে মঞ্চ আলো করে বসেছিলেন কয়েক মুহূর্ত আগেও, তারই পিছনের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় খুঁজছেন। |