আজকের শিরোনাম
দিনহাটায় ফরওয়ার্ড ব্লক কর্মীদের ওপর হামলা
কোচবিহারের দিনহাটায় ফরওয়ার্ড ব্লক কর্মীদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ সকালেই লাঠি নিয়ে একদল দুষ্কৃতী কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ দলের নেতা উদয়ন গুহর। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এই ঘটনার পিছনে তৃণমূল কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ ফরওয়ার্ড ব্লক কর্মীদের। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জেল হেফাজত সুদীপ্ত-অরবিন্দের, হাসপাতালে দেবযানী
৯ দিনের পুলিশ হেফাজতের শেষে আজ সকালেই নিউ টাউন থানা থেকে সারদা-কর্ণধার সুদীপ্ত সেন ও সংস্থার অন্যতম ডিরেক্টর অরবিন্দ চৌহাণকে তোলা হল বিধাননগর আদালতে। এ দিকে অসুস্থতার কারণে আজ আদালতে গরহাজির ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। নিউ টাউন থানায় গতকাল রাত ৮টা নাগাদ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ‘ম্যাডাম’। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন জানিয়েছেন পুলিশের তদন্তে তিনি খুশি। আজ দুপুরে এই মামলার শুনানির প্রথম দফায় মাত্র ১০ মিনিট কাঠগড়ায় রাখা হয় সুদীপ্ত সেনকে। সওয়াল-জবাবে তিনি জানান তাঁর কয়েকজন কর্মী কাগজপত্র নকল করে এই প্রতারণা করেছে। ওয়েব সফটওয়্যার নামে যে সংস্থার সফটওয়্যার ব্যবহার করত সারদা গোষ্ঠী তারাই নকল সফটওয়্যার তৈরি করে জালিয়াতি করেছে।
আজ বিধাননগর আদালতে সুদীপ্ত সেনের জামিনের আবেদন নাকচ করে ৩৯, ৩৭, ৩৩ ও ৩৪ নম্বর এই চারটি মামলার রায় দেন বিচারক। এর মধ্যে তিনটি মামলার শুনানিতে সুদীপ্ত সেন ও অরবিন্দ চৌহাণকে ২২মে পর্যন্ত জেল হেফাজত ও একটি মামলার শুনানিতে ৩১ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রধানশিক্ষক গ্রেফতার
বাঁকুড়া জেলা স্কুলের প্রধানশিক্ষক সোমনাথ গঙ্গোপাধ্যায়কে আজ গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও মিড ডে মিলে গরমিলের অভিযোগ আনে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই সোমনাথবাবু অবৈধভাবে এই ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি মিড ডে মিলে গরমিল নিয়েও তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই স্কুলের ছাত্ররা ও তাদের পরিবারের লোকজন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। আজ স্কুল চত্বর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের রক্ষী শ্যামাপদ মূর্মূকেও গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ার পরে দোষ স্বীকার করে নিয়েছেন সোমনাথবাবু। আজ ধৃতদের আদালতে তোলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.