মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্বের ছাপ রাখল বসিরহাটের ছাত্রছাত্রীরা।
শুক্রবার মাদ্রাসা পরীক্ষায় ফল প্রকাশিত হয়। উচ্চমাধ্যমিক সমতুল্য ফাজিল ও মাধ্যমিক সমতুল্য আলিম পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে বসিরহাট মহকুমার দুই ছাত্র। ফাজিল পরীক্ষায় প্রথম আবুল কালাম সর্দার ও আলিম পরীক্ষায় প্রথম মোজাম্মেল হোসেন। |
আবুল কালামের বাড়ি হাড়োয়া খাড়ুবালা গ্রামে। দরিদ্র পরিবারের সন্তান কালাম পরিবারের বড় ছেলে। স্বরূপনগর সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল সে ফাজিল পরীক্ষা দিয়েছিল। প্রাপ্ত নম্বর ৫৫০। কালামের বাবা আব্দুল লতিফ সর্দার বলেন, “স্ত্রী অসুস্থ। তিনি শুধুমাত্র ছেলের পড়াশুনা চালানোর জন্য কাপড়ে নকশার কাজ করেন। আমি পরের জমিতে চাষ করি। এর মধ্যেও ছেলে প্রথম হয়ে আমাদের মাথা উঁচু করল।” কালাম জানায়, “শিক্ষক হতে চাই।”
মোজাম্মেল হোসেনের বাড়ি বাদুড়িয়ার পূর্ব শিমলা গ্রামে। বসিরহাটের আমিনিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিল সে। প্রাপ্ত নম্বর ৭৭৬। মোজাম্মেলের বড় বোন যখন নবম শ্রেণিতে পড়ে তখন তার বিয়ে হয়ে যায়। মেজো বোনের বিয়ে হয় মাধ্যমিক পরীক্ষার সময়। পড়াশুনার পাশাপাশি বাবার মুদির দোকান ও পোলট্রিও দেখাশোনা করত সে। মোজাম্মেল বলেন, “পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুশি।”
|