শিশুদের চ্যানেলের উপরও এ বার থেকে কড়া নজরদারি চালাবে ‘ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিল’ (বিসিসিসি)। বিসিসিসি-র দাবি, কার্টুন চ্যানেলগুলিতে যে সব অনুষ্ঠান সম্প্রচারিত হয় তার বিষয়বস্তু অনেক সময় শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলে। এই সব চ্যানেলের বিজ্ঞাপনও অনেক ক্ষেত্রে শিশুদের উপযুক্ত নয়। কিছু দিন ধরেই দর্শকদের তরফে এই বিষয়ে একের পর এক অভিযোগ আসছে দফতরের অফিসে। যার জেরেই এই পদক্ষেপ বলে জানায় বিসিসিসি।
|