টুকরো খবর
নয়া প্যাসেঞ্জার ট্রেন
ডিএমইউ। দিনহাটায়। —নিজস্ব চিত্র।
শিলিগুড়ি জংশন-দিনহাটা প্যাসেঞ্জার ডিএমইউ ট্রেন পরিষেবা চালু হল। বৃহস্পতিবার শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে ট্রেনটি দুপুরে দিনহাটা স্টেশনে পৌঁছয়। সেখানে যাত্রীদের স্বাগত জানান সিতাইয়ের কংগ্রেস বিধায়ক কেশব রায়। পরে ট্রেনটি শিলিগুড়ি রওনা দেয়। যাত্রী সংখ্যাও ছিল প্রচুর। ২০১১-১২ সলের রেল বাজেটে ট্রেনটির ঘোষণা করা হয়। পরে তা চালু না হওয়ায় কোচবিহারে ক্ষোভ দেখা দেয়। এদিন ট্রেনটি চালুর কৃতিত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপান-উতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী থাকালীন ২০১১-১২ সালে রেল বাজেটে তিনি ট্রেনটির ঘোষণা করেছিলেন। কংগ্রেসের পাল্টা দাবি, ট্রেন চালুর পুরো কৃতিত্ব কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “বাজেটে ঘোষণাও শুধু হয়েছিল। ট্রেনটি চালু হয়নি। উত্তরবঙ্গের কথা ভেবে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এ বার এই ট্রেনটি চালু করলেন।”

আমানতকারীদের অর্থ ফেরতের দাবি বিমানের
শিলিগুড়িতে বিমান বসু। —নিজস্ব চিত্র।
শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সারদা-সহ বন্ধ হয়ে যাওয়া একাধিক অর্থলগ্নি সংস্থার যে সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। বৃহস্পতিবার শিলিগুড়িতে প্রয়াত দলীয় নেতা বীরেন বসুর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ দিন স্মরণসভায় প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা দাওয়া নরবুলা, মাটিগাড়ার কংগ্রেস নেতা অর্ধেন্দু বিশ্বাসরা ছিলেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কমিটির পক্ষে সভায় বীরেনবাবুর ছবিতে শ্রদ্ধা জানান মহকুমা ক্রীড়া পরিষদের সচিব তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সভাপতি অরূপ রতন ঘোষ। বক্তব্য রাখেন দাওয়া নরবুলা। স্মৃতিচারণ করেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, দলের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার-সহ শরিক নেতারা। বিমানবাবু জানান, রাজ্য বামফ্রন্টের বৈঠকে খাদ্য সুরক্ষার দাবি উঠেছে। তা নিয়ে আন্দোলন হবে।

শেষ সম্মান
ছবি: নারায়ণ দে
রাজ্য পুলিশ-প্রশাসনের তরফে সম্মান দিয়ে শেষ শ্রদ্ধা জানান হল ভারতের প্রথম মহিলা জওয়ান, মৃত শান্তি টিগ্গাকে। বৃহস্পতিবার ডুয়ার্সের কালচিনির উত্তর মেন্দাবাড়ির কাঞ্জলপাড়ার বাড়িতে রীতি মেনে দেহটি কবর দেওয়া হয়। উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি। মঙ্গলবার আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতালের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ৯ মে চালসা স্টেশন থেকে কাজ থেকে ফেরার পথে অপহৃত হন বলে পুলিশকে জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.