টুকরো খবর |
লক্ষাধিক টাকা ছিনতাই, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালেও ধরা পড়ল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ শহর লাগোয়া আইলেরউপরে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর গ্রামের পাথর ব্যবসায়ী বৈদ্যনাথ দাস ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তুলে ফিরছিলেন। হঠাৎই বাইকে চেপে দু’জন ওই টাকা ছিনিয়ে নিয়ে পালায়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন বৈদ্যনাথবাবু। এরপর নাসির শেখ ও খোকন শেখ নামে দুই যুবককে আটক করে পুলিশ। বৈদ্যনাথবাবু ওই দুই যুবককে সনাক্তও করেন। এরপর পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। তবে ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
ট্রাক চালকের কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
কর্তব্যরত এক কন্সস্টেবলকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে এক ট্রাক চালককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল নবদ্বীপ আদালত। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ১৭ জুলাই নবদ্বীপ রেলগেটে ডিউটিতে ছিলেন নবদ্বীপ থানার কন্সস্টেবল রায়কিঙ্কর বিশ্বাস (৫৩)। রাত সাড়ে দশটা নাগাদ নবদ্বীপগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তিন দিন পর মারা যান রায়কিঙ্করবাবু। পুলিশ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক দীনেশ কুমারকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার নবদ্বীপ আদালতের সরকারি আইনজীবী সনৎকুমার রায় বলেন, “ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় দীনেশ কুমারকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড।” অন্য দিকে, অভিযুক্তের আইনজীবী ক্ষিতীশচন্দ্র চৌধুরী বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আগালতে যাব।” পুলিশ বুধবারই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে।
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দিন তিনেক ধরে নিখোঁজ থাকার পর বাড়ির অদূরের এক ঝোপ থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। নাম যমুনা বাগ (৩৫)। বাড়ি কৃষ্ণগঞ্জের বানপুর কলোনিপাড়ায়। ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। বুধবার বাড়ির অদূরেই তাঁর দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর ১৫ আগে তাহেরপুরের বাসিন্দা প্রবীর বাগের সঙ্গে বিয়ে হয়েছিল যমুনাদেবীর। সম্পতি বাবার বাড়িতেই থাকছিলেন তিনি। উদ্ধার করার সময় পুলিশ ওই মহিলার পোশাক এলোমেলো অবস্থায় দেখতে পায়। এলাকার মানুষের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
|
ধর্ষণের দায়ে সাজা যুবকের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তাঁর মাসতুতো ভাইকে সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের প্রথম ফাস্ট ট্র্যাক আদালত। সেই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। জরিমানার অর্ধেক টাকা ওই মহিলাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ১ মার্চ ফরাক্কার বাসিন্দা ওই মহিলাকে ধর্ষণ করেছিল তাঁর মাসতুতো ভাই আজাদ হোসেন। ফরাক্কা থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে ওই মহিলা আদালতের দারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করে আজাদ হোসেনকে গ্রেফতার করে। পরে জামিনে ছাড়া পায় সে। বৃহস্পতিবার সেই মামলারই রায়ে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন আদালতের বিচারক শৈলেন্দ্রকুমার সিংহ।
|
বোমা ফেটে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বোমা ফেটে মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃত ফাইজুল মল্লিক (৩০) বড়ঞার গ্রামশালিকা বাসিন্দা ওরাজু খান (৩০)-এর বাড়ি বর্ধমানের কেতুগ্রামে। পুলিশ জানায়, বুধবার মাঝরাতে বড়ঞার নিমা গ্রামে এনামুল শেখের বাড়িতে জনা বারো যুবক বোমা বাঁধছিল। হঠাৎ বোমা ফেটে ঘরে আগুন ধরে যায়। পুলিশ গিয়ে দুই জখম যুবককে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন সেখানেই তারা মারা যায়। বাড়ির মালিক সহ অন্যান্যরা পালিয়ে যায়। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কী কারনে ওই যুবকেরা বোমা বাঁধার জন্য জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
কল্যাণীতে শ্রমমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার নদিয়া জেলার কল্যাণীর ঋত্বিক সদনে আসেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারন) অরবিন্দ ঘোষ, কল্যাণীর এসডিপিও শৈবাল চক্রবর্তী, বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস ও পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী প্রমুখ। পূর্ণেন্দুবাবু বলেন, “চলতি আর্থিক বর্ষে ২০ লক্ষ অসংগঠিত শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পে আনা হবে।”
|
সচল লগ্নি সংস্থা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জঙ্গিপুরে এখনও অবাধে ব্যবসা করে চলেছে বিভিন্ন অর্থলগ্নি সংস্থা। অথচ সরকার এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নিচ্ছে না সরকার। এই অভিযোগ জানিয়ে ওই লগ্নি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল রাজ্য কংগ্রেসর পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব। তিনি বলেন, “জঙ্গিপুরে ওই সব সংস্থায় আমানতকারীদের অনেকেই বিড়ি শ্রমিক। ইতিমধ্যে কয়েক কোটি টাকা প্রতারিত হয়েছে তাঁরা। অথচ সরকার এই সংস্থাগুলির ক্ষেত্রে কোনও ব্যবস্থাই নিচ্ছে না।”
|
উদ্ধার সদ্যোজাত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ার আড়বেতা এলাকায় একটি পেয়ারা বাগানে সদ্যোজাত শিশুকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এলাকারই এক বাসিন্দা শিশুটিকে তাঁর নিজের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। উদ্ধার করে শিশুটিকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
ধর্ষণের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বুধবার পুলিশ মহম্মদ সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কান্দির হোমতলা এলাকার ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাড়ারই এক তরুণীর সঙ্গে বছর দুয়েক ধরে সহবাস করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে পাকড়াও করা হয় সম্রাটকে।
|
হোম-পলাতক কিশোরী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চাকদহ |
চাকদহের ভাগীরথী শিল্পাশ্রম হোম থেকে পালিয়ে এসে নিউ আলিপুরের একটি বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিল এক কিশোরী। গৃহকর্ত্রী তা জানতে পেরে বুধবার মেয়েটিকে নিউ আলিপুর থানায় পৌঁছে দেন। মেয়েটি গৃহকর্ত্রীকে জানায়, ওই যুবক তাকে অন্য জায়গায় নিয়ে যাবে বলে ভয় দেখিয়েছে। তার পরে সে হোম থেকে পালানোর কথাও জানায়। পুলিশি সূত্রের খবর, কয়েক দিন আগে ওই হোম থেকে দু’টি মেয়ে নিখোঁজ হয়। তার পরে অপহরণের অভিযোগও দায়ের করা হয় চাকদহ থানায়।
|
দেহ উদ্ধার |
গলায় ফাঁস লাগা অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত মহাদেব বসাক (১৭) পেশায় তাঁত শিল্পী। তিনি শান্তিপুরের ফুলিয়াপাড়ার বাসিন্দা। |
|