দুটো বিমান, দুটো রাজ্য দুটো ছবি।
তিন কলঙ্কিত চরিত্রকে নিয়ে দুপুর দুপুর মুম্বই থেকে দিল্লিতে নামল যে বিমানটি, তার প্রায় একই সময় হায়দরাবাদের মাটি ছুঁল আরও একটি বিমান। শ্রীসন্তরা যখন পুলিশি প্রহরায় মুখ লুকিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন যন্ত্রণাকাতর মুখ নিয়ে আরও এক জন ক্রিকেটার উঠছেন রাজস্থান রয়্যালস টিম বাসে। তিনি রাহুল দ্রাবিড়। শ্রীসন্ত-চাণ্ডিলাদের অধিনায়ক।
রাজস্থান টিমের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, খবরটা শোনার পর স্তম্ভিত হয়ে যান দ্রাবিড়। তড়িঘড়ি ফ্রাঞ্চাইজি ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সানরাইজার্সের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হায়দরাবাদে পৌঁছনোর পর প্রথমে মিডিয়াকে পর্যন্ত এড়িয়ে যায় গোটা টিম। পরে অবশ্য একটি মিডিয়া-বিবৃতি দেন রাজস্থান অধিনায়ক। |
টিমের সঙ্গে জড়িত এক জন ফোনে হায়দরাবাদ থেকে এ দিন বলছিলেন, “হোটেলে প্লেয়াররা সবাই ঘরবন্দি ছিল। শুধু টিম মিটিংয়ের জন্য যা একটু বাইরে-টাইরে এসেছিল। কিন্তু গোটা দিন ধরে চ্যানেলে চ্যানেলে যে ভাবে ঘটনাগুলো দেখানো হচ্ছে, তাতে আমাদের প্লেয়াররা ভীষণ ভেঙে পড়েছে। শুক্রবার হায়দরাবাদ ম্যাচ খেলতে নামার আগে টিমের পরিবেশটাই বিষাদগ্রস্ত হয়ে পড়েছে।”
স্পট ফিক্সিং কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ার পর রাজস্থান মালিক বা মালকিন কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে শিল্পা শেট্টি বা রাজ কুন্দ্রা নিজেদের মনের কথা টুইটার মারফত জানিয়েছেন। শিল্পা যেমন টুইট করে বলেছেন, “আমরা স্তম্ভিত! রাজস্থান রয়্যালস একাত্ম ভাবে লড়াই করে। যে লড়াইয়ের নেতৃত্ব দেয় দ্রাবিড়। খুব দুঃখের, প্লে অফের এত কাছে এসে এ রকম একটা ব্যাপার ঘটল। তবে এই দুঃসময়ও কেটে যাবে।”
শিল্পার স্বামী রাজের বক্তব্য হল, “ঠিক যখন কোনও রকম বিতর্ক ছাড়া আইপিএল ঠিকঠাক চলছিল, তখনই তিন রাজস্থান ক্রিকেটারকে নিয়ে এই ঘটনা...তবে আইপিএলে কি পুরোটাই গড়াপেটা হয়? এই প্রশ্নের জবাবে বলব, না টিমকে কখনও ফিক্স করা যায় না। কিছু কিছু প্লেয়ারকে, যাদের কোনও নৈতিকতা নেই, তাদের হয়তো ফিক্স করা যায়।” |
আইপিএলে ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারির প্রথম ধাক্কা লাগল বৃহস্পতিবারের কিংস ইলেভেন পঞ্জাব আর দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে। বীরেন্দ্র সহবাগদের বিরুদ্ধে গিলক্রিস্টদের প্লে অফে ওঠার লড়াই নিয়ে কোনও আগ্রহই দেখা গেল না। তবে, ধর্মশালায় পঞ্জাব ৭ রানে দিল্লিকে হারিয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে রইল। ১৫ ম্যাচে পঞ্জাবের পয়েন্ট এখন ১৪। |