টুকরো খবর |
কোর কমিটি হল তৃণমূল কর্মী সংগঠনের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল প্রভাবিত সব কর্মচারী সংগঠনকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যস্তরে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন তৈরিও হয়। মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতিকে চেয়ারম্যান করে কোর কমিটি গড়া হয়। এ বার জেলাস্তরে সেই উদ্যোগ শুরু হল। বৃহস্পতিবার তৃণমূল প্রভাবিত ৫টি সংগঠনকে নিয়ে মেদিনীপুর শহরে এক সভা হয়। সেখানেই তৈরি হয় জেলার কোর কমিটি। কনভেনর হয়েছেন অরুণ প্রতিহার। তিনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ইউনিফায়েড) জেলা সম্পাদক। জানা গিয়েছে, কমিটির ৩১ জন সদস্যের মধ্যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনকে (পশ্চিমবঙ্গ) ৬টি সদস্যপদ দেওয়া হয়েছে। তবে ওই সংগঠন ১৪টি পদের দাবি জানিয়েছে। ফেডারেশনের (পশ্চিমবঙ্গ) জেলা সম্পাদক সুব্রত সরকার সংগঠনের অন্দরে জানিয়েছেন, তাঁরা ঐক্যের পক্ষে। তবে যে ভাবে সদস্যপদ ভাগ করা হয়েছে, তাতে তাঁদের আপত্তি রয়েছে। ফলে, সদস্যপদের ভাগ নিয়ে মতবিরোধও রয়েছে। যদিও নেতৃত্ব তা মানতে নারাজ। সভায় উপস্থিত ফেডারেশনের কোর কমিটির রাজ্য চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতির বক্তব্য, “আলোচনার মাধ্যমে সুষ্ঠু ভাবেই কমিটি গঠন হয়েছে। কোনও বিতর্ক নেই।”
|
একশো দিনের কাজে গতি আনতে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একশো দিনের কাজের প্রকল্পে গতি আনতে বৈঠক করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউসে এই বৈঠক হয়। বৈঠকে জেলাশাসক সুরেন্দ্র গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত ছাড়াও প্রতিটি ব্লকের বিডিও এবং মহকুমা শাসকেরাও উপস্থিত ছিলেন। জেলায় কাজের গড় এখনও ৫০ দিনে না পৌঁছনোয় জেলাশাসক ক্ষোভ প্রকাশ করেন। যাতে প্রতিটি ব্লকই গড়ে ৫০ দিন করে কাজ দিতে পারে সে জন্য বিডিওদের আরও উদ্যোগী হতে বলেন। জেলার হিসাবে এবারও একশ দিনের কাজের প্রকল্পে প্রথম হয়েছে খড়্গপুর-২ ব্লক। এই ব্লকে ১০০ দিনের পরিবর্তে গড়ে ৪০ দিন কাজ পেয়েছেন মানুষ। এ দিন সার্কিট হাউসে ভোটার তালিকা নিয়েও একটি বৈঠক হয়। বৈঠকে সমস্ত মানুষের নাম ভোটার তালিকায় তোলা, একশ শতাংশ মানুষের সচিত্র পরিচয়পত্র তৈরি, কোনও বুথে ১১০০ জনের বেশি ভোটার থাকলেই সেই বুথকে ভেঙে ফেলার জন্য বিডিওদের পদক্ষেপ করার কথা বলা হয়।
|
দাঁতনের স্কুলে অচলাবস্থা |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
প্রধান শিক্ষকের সঙ্গে তৃণমূল প্রভাবিত পরিচালন সমিতি ও শিক্ষকদের একাংশের বিরোধের জেরে অচলাবস্থা চলছে দাঁতনের বাইপাটনা বিদ্যাসাগর হাইস্কুলে। গত কয়েকদিন ধরে প্রধানশিক্ষক স্কুলে আসছেন না। এই অবস্থায় তাঁর ঘর ‘সিল’ করে দিয়েছে পরিচালন সমিতি। স্কুল সূত্রে খবর, গণ্ডগোলটা চলছে এক বছরেরও বেশি। প্রধানশিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি-সহ নানা অভিযোগ করেছে পরিচালন সমিতি। ব্লক প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে পরিদর্শক অফিসে। এরপর প্রধানশিক্ষক আচমকাই ছুটিতে চলে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। প্রধানশিক্ষক হরিশঙ্কর খাটুয়ার বক্তব্য, “কয়েকজন শিক্ষক ও পরিচালন সমিতি আমার উপর চাপ সৃষ্টি করছে। মিথ্যা অভিযোগ তুলছে। সম্প্রতি অসুস্থ হওয়ায় ছুটি নিয়েছি। শিক্ষাকর্মীর কাছে ছুটির আবেদনপত্র দিয়ে এসেছি।” খড়্গপুরের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অর্চনা পঞ্চাধ্যায়ী বলেন, “তদন্ত শুরু হয়েছে। তবে, সকলকেই সহযোগিতা করতে হবে।”
|
এটিএমে জালিয়াতি, নালিশ মেদিনীপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এটিএম থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ করলেন মেদিনীপুর শহরের সুভাষনগরের বাসিন্দা জয়ন্ত গঙ্গোপাধ্যায়। তিনি শেষ বার এটিএম থেকে টাকা তুলেছিলেন ২১ এপ্রিল। তারপর বৃহস্পতিবার আবার তিনি টাকা তুলতে যান। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেদিনীপুর শহরের এলআইসি মোড়ের শাখাতে থাকা এটিএম থেকেই টাকা তোলেন তিনি। গিয়ে দেখেন, ৩০ হাজার টাকা কে বা কারা তুলে নিয়েছে। টাকা তোলার ঘটনাও ঘটেছে ২১ এপ্রিলই। তিনি যে সময় টাকা তুলেছিলেন তার মিনিট কয়েক পরেই টাকা তুলে নিয়েছে কেউ বা কারা। নিজের কাছে এটিএম কার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও কোতয়ালি থানাতে অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্তের পরেই এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।
|
ছিনতাই, ধৃত দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ব্যাগের মধ্যে টাকা ও চেক নিয়ে যাওয়ার সময় তা ছিনতাই করে চম্পট দিয়েছিল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার ছিনতাইয়ের অভিযোগে সেই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হরিপদ দোলই। খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় বাড়ি। তার কাছ থেকে ছিনতাইয়ের ৫ হাজার টাকার পাশাপাশি প্রায় ৬২ হাজার টাকার চেকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল খড়্গপুর শহরের বাংলো সাইড এলাকা থেকে গড়বেতার এক ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওই দুষ্কৃতী।
|
স্কুলে জিততে চলেছে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
মোহনপুর ব্লকের মিলদা গ্রাম পঞ্চায়েত এলাকার ধুইপাড়া বিমলাসুন্দরী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে তৃণমূল। ভোট হওয়ার কথা ১৯ মে। তৃণমূল প্রভাবিত ছ’জন ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেননি। প্রসঙ্গত, গত প্রায় চার দশক ধরে এই স্কুলে ক্ষমতায় ছিল বামেরা।
|
বিজ্ঞান প্রদর্শনী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
হাতেকলমে: বিজ্ঞানের নানা মডেল বোঝাচ্ছে বিদ্যাসাগর
শিশু নিকেতনের ছাত্রছাত্রীরা।—নিজস্ব চিত্র। |
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশুনিকেতনে শুরু হয়েছে বিজ্ঞান প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আজ, শুক্রবার পর্যন্ত। প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত, অধ্যক্ষা চন্দা মজুমদার প্রমুখ। প্রদর্শনী থেকে সামাজিক কিছু বার্তাও দেওয়া হয়েছে। যেমন, রক্তদানে এগিয়ে আসা, সৌর আলোর ব্যবহার ইত্যাদি। |
বাস ভাঙচুর |
বাস ও মোটর সাইকেলের সংঘর্ষ হল খড়্গপুর গোলবাজারে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী জখম হন। ক্ষিপ্ত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ গিয়ে অবস্থা সামলায়। বাসটি আটক করা হয়। চালক পলাতক। |
|