টুকরো খবর |
ঘুমপাড়ানি গুলিতে চিরনিদ্রায় চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে লোকালয়ে দাপিয়ে বন দফতরের রেঞ্জার-সহ ৮ জনকে জখম করার পরে ঘুমপাড়ানি গুলিতে মৃত্যু হয়েছে এক চিতাবাঘের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার লুকসানে। চিতাবাঘ জাল বন্দি করতে সকাল ৮টায় খুনিয়ার রেঞ্জার তরুণ মহালানবীশের নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে আসে। ঝোপের আড়াল থেকে চিতাবাঘটি তরুণবাবুর উপর লাফিয়ে পড়ে। তরুণবাবুর মুখে আঘাত লাগে। |
|
তখনও বেঁচে।—নিজস্ব চিত্র। |
এ দিন দুপুর দুটো নাগাদ জাল দিয়ে মোড়া দুটি গাড়িতে বনকর্মীদের চিতাবাঘটির কাছে নিয়ে যাওয়া হয়। ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘ কাবু করা হয়। গরুমারায় নিয়ে যাওয়ার সময় পথে সেটির মৃত্যু হয় বলে বন দফতর সূত্রে জানা যায়। চিতাবাঘের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে।
|
চিতাবাঘের হামলায় জখম এথেলবাড়িতে
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
পাতা তুলতে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক চা শ্রমিক। বৃহস্পতিবার বিকালে ফালাকাটা থানা এলাকার এথেলবাড়ি বাগানে ঘটনাটি ঘটে। চিতাবাঘের আক্রমণে জখম মহিলা চা শ্রমিক বিহানি ওঁরাওকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাঘের নখের আঁচড়ে তাঁর মাথা ও ঘাড়ের আঘাত লেগেছে। এ দিনই বানারহাটের লক্ষ্মী চা বাগানে পাতা খাঁচায় বন্দি হয়েছে পূর্ণ বয়স্ক এক চিতাবাঘ। বন দফতর সূত্রে খবর, এদিন সেটিকে গরুমারায় ছাড়া হয়।
|
সর্পদষ্ট হয়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। বুধবার রাতে ঘটনা দুটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার যোগেশগঞ্জে এবং স্বরূপনগর থানার তরনিপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজের বাড়িতেই সর্পদষ্ট হন হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের বাসিন্দা মিঠু মণ্ডল (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, সাপের ছোবলে নিজের বাড়িতেই মারা যান স্বরূপনগরের আকবর মোল্লা (২২)।
|
ধৃত গরু পাচারকারী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বাংলাদেশে গরু পাচারের সময় বুধবার রাতে বাসিন্দারা হাতেনাতে এক ব্যক্তিকে ধরে ফেলে। ধৃত আনার মণ্ডল গাড়ির চালক। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, হুগলির পান্ডুয়া থেকে গাড়িতে করে ২১টি গরু নিয়ে পাচারের জন্য আনার বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। |
|