টুকরো খবর
কর্মীরা তালাবন্দি
একশো দিন কাজের প্রকল্পে মজুরি বাবদ প্রাপ্য টাকা না পেয়ে বুধবার ডাক বিভাগের কর্মীদের প্রায় ২ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন বীরভূমের নলহাটি থানার বাউটিয়া গ্রামের বাসিন্দারা। নলহাটি উপ-ডাকঘর থেকে টাকা আনার ব্যবস্থা করলে কর্মীরা ঘেরাও মুক্ত হন। নলহাটি ডাকঘরের পোস্টমাস্টার অমলেশ মল্লিক বলেন, “আমরা রামপুরহাটে মূল ডাকঘর থেকে যেমন টাকা পাই তেমনি শাখা অফিসগুলিতে পাঠাই।” মূল ডাকঘর সূত্রের খবর, দু’দিন ধরে ব্যাঙ্কে পদ্ধতিগত কিছু সমস্যার জন্য ডাকঘর-সহ বিভিন্ন অফিসে টাকা লেনদেনে সমস্যা হয়েছে।

খুনের দায়ে যাবজ্জীবন
পূর্ব আক্রোশ বশত এক ব্যক্তিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক যুবকের। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১২ সালের ২৭ মে বিকেল সাড়ে ৫টা নাগাদ নলহাটি থানার আমলাই গ্রামের বাসিন্দা কাদের শেখ মোটরবাইকে করে লখনামারা গ্রাম হয়ে বাড়ি ফিরছিলেন। লখনামারা গ্রামে লালন ঘোষের বাড়িতে বাইক নিয়ে দাঁড়ানোর পরে বীরেন মুর্মুর সঙ্গে তর্ক বেধে যায়। প্রতিবাদ করলে কাদের শেখের মাথায় পাথর দিয়ে আঘাত করে বীরেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় বীরেন। পরে কাদের শেখের ভাই সেলিম শেখ নলহাটি থানায় বীরেনের বিরুদ্ধে দাদাকে খুনের অভিযোগ দায়ের করেন। প্রায় এক বছরের ব্যবধানে মামলার সাজা ঘোষণা করলেন রামপুরহাট ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুধীর কুমার। মঙ্গলবার বীরেনকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার দুপুরে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান বিচারক। এ ছাড়া, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সব সাজা এক সঙ্গে চলবে।

শিশু শিক্ষাকেন্দ্রে বিক্ষোভ
পড়ুয়াদের পোশাকের জন্য বরাদ্দ টাকা বিলি করার দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। শুধু তাই নয়। রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ার ওই শিশু শিক্ষাকেন্দ্রের প্রধান সহায়িকা-সহ রাঁধুনীদের ঘরের মধ্যে আটকেও রাখেন তাঁরা। বুধবার সকালের ঘটনা। ঘণ্টাখানেক বিক্ষোভ দেখানোর পরে প্রধান সহায়িকা বিষয়টি বিডিও-র সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, এই কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হয়। পোশাকের টাকা দীর্ঘদিন ধরে পড়ে থাকা সত্ত্বেও বিলি করা হচ্ছে না। প্রধান সহায়িকা মমতাজ বেগম বলেন, “পড়ুয়াদের পোশাকের টাকা এখনও পাইনি। অথচ ভুল বুঝে অভিভাবকেরা কেন্দ্রে এসে ঝামেলা পাকাচ্ছেন। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও ঠিক নয়।” শিশু শিক্ষাকেন্দ্রের সুপারভাইজার মায়ারানি দাস বলেন, “পড়ুয়াদের পোশাকের টাকা বুধবার ওই কেন্দ্রের খাতে দেওয়া হয়েছে।” এ দিকে, প্রকল্পের রামপুরহাট ১ ব্লক নোডাল অফিসার (ভারপ্রাপ্ত) ভারতী দাশগুপ্ত জানান, সব পড়ুয়াদের পোশাকের টাকা দেওয়া হয় না। যারা বিপিএল তালিকাভুক্ত এবং তফসিলি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত তাদেরকেই টাকা দেওয়া হয়। অনেকে ভুল বুঝে ঝামেলা পাকাচ্ছেন।

মজুরির দাবিতে তালা
একশো দিন কাজের প্রকল্পে মজুরি বাবদ প্রাপ্য টাকা না পেয়ে ডাক বিভাগের কর্মীদের প্রায় ২ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন নলহাটি থানার বাউটিয়া গ্রামের বাসিন্দাদের একাংশ। পরে নলহাটি উপ-ডাকঘর থেকে টাকা আনার ব্যবস্থা করলে কর্মীরা ঘেরাও মুক্ত হন। বুধবারের ঘটনা। নলহাটি উপ-ডাকঘরের পোস্ট মাস্টার অমলেশ মল্লিক বলেন, “আমরা রামপুরহাটে মূল ডাকঘর থেকে যেমন টাকা পাই তেমনি শাখা অফিসগুলিতে পাঠাই।” মূল ডাকঘর সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে ব্যাঙ্কে পদ্ধতিগত কিছু সমস্যার জন্য ডাকঘর-সহ বিভিন্ন অফিসে টাকা লেনদেনে সমস্যা হয়েছে।

আগুন নিয়ে প্রশিক্ষণ
এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে দীর্ঘদিন আগে অগ্নিনির্বাপণ বিধি মেনে চলার জন্য অগ্নিনির্বাপক যন্ত্র দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দফতর থেকে। কী ভাবে ওই যন্ত্র ব্যবহার করতে হয়, সে ব্যাপারে বুধবার মুরারই ১ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে প্রশিক্ষণ দিলেন রামপুরহাট দমকল কেন্দ্রের কর্মীরা। এলাকার ৯৮টি প্রাথমিক ও ৪০টি মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষণ নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.