টুকরো খবর |
আমানত ফেরত চেয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
বিক্ষোভ সানমার্গে। —নিজস্ব চিত্র। |
মেয়াদ পেরিয়ে গেলেও টাকা পাচ্ছেন না, এই অভিযোগে বুধবার দুপুরে কুলটির নিয়ামতপুরের বর্ধমান সানমার্গের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বেশ কিছু আমানতকারী। তাঁদের অভিযোগ, মেয়াদ পেরিয়ে গেলেও টাকা মিলছে না। যাঁরা মাঝপথে টাকা তুলে নিতে চান তাঁরাও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ওই সংস্থার চার জন কর্মীকে আটক করা হয়েছে। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানায় পুলিশ।
|
জুয়ার আসরে ধৃত শ্রমিকনেতা |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জুয়া খেলতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কুনস্তরিয়া কোলিয়ারির যুগ্ম সম্পাদক উকেশ আহমেদ ও তৃণমূল সমর্থক ভগীরথ মণ্ডল। রানিগঞ্জে আমাড়াসোঁতা ফাঁড়ির পুলিশ জানায়, এ দিনখবর পেয়ে পুলিশ কুনস্তরিয়ায় হানা দেয়। ওই দু’জনকে গ্রেফতার করা হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে সরকার পরিবর্তনের পরে অনেকেই আমাদের গণ সংগঠনে যোগ দিয়েছেন। আমরা কেকেএসসি নেতৃত্বকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।” কেকেএসসির সম্পাদক নরেন চক্রবর্তী বলেন, “পুলিশকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে বলেছি। আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব।” পুলিশ জানায়, আগামীকাল ধৃতদের আসানসোল নিম্ন আদালতে পাঠানো হবে।
|
অশালীন আচরণ, মার দুই শিক্ষককে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দুই কিশোরীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আসানসোলের একটি প্রাথমিক স্কুলের দুই শিক্ষককে মারধর করলেন কিছু বাসিন্দা। পরে পুলিশ গিয়ে ওই দুই শিক্ষককে গ্রেফতার করে। বুধবার আসানসোলের ওল্ড স্টেশন লাগোয়া এলাকার ঘটনা। এ দিন সকালে কিছু বাসিন্দা প্রথমে ওই প্রাথমিক স্কুলে চড়াও হন। তাঁরা ওই দুই শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই দুই শিক্ষক এলাকার কিশোরীদের সঙ্গে অশালীন আচরণ করছেন। বুধবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তাঁরা শিক্ষকদের উপরে চড়াও হন। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
|
তৃণমূলকে তোপ ওমপ্রকাশের |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
তৃণমূল সিপিএমের পথেই চলছে বলে পাণ্ডবেশ্বরে এক সভায় অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র। বুধবার সেখানে ব্লক অফিসের সামনে এক বিক্ষোভসভায় তিনি বলেন, “সিপিএমের মতোই পঞ্চায়েতে প্রায় অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চায় তৃণমূল। ওদের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ-সহ নানা নেতা-মন্ত্রীর নাম সারদা ও বিভিন্ন চিটফান্ড কারবারিদের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কংগ্রেস সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকবে।”
|
জিতল হরিপুর |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ক্রিকেটে বুধবার আসানসোল রেল মাঠের খেলায় হরিপুর সিএ ১৩৩ রানে কল্যাণেশ্বরী সিসিকে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৫ উইকেটে ১৯৯ রান করে। জবাবে ৬৬ রানের বেশি করতে পারেনি কল্যাণেশ্বরী। সর্বোচ্চ ৪৮ রান করে বিজয়ী দলের কল্লোল বন্দ্যোপাধ্যায়। সানডে সিএ এ দিন আসানসোল স্টেডিয়ামে স্পোর্টস অ্যাকাডেমি রানিগঞ্জকে ৮৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে সানডে ৮ উইকেটে ১৭৯ রান করে। জবাবে ৯০ রানেই গুটিয়ে যায় স্পোর্টস অ্যাকাডেমি।
|
জখম পাঁচ বাসযাত্রী |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ডাম্পার ও মিনিবাসের ধাক্কায় জখম হলেন চালক-সহ পাঁচ জন বাসযাত্রী। ২ নম্বর জাতীয় সড়কের জে কে রোপওয়ে টপ লাইনের সামনে দুর্ঘটনাটি ঘটে। তাঁদের মধ্যে দু’জনকে কাজোড়া এরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এ দিন দুপুর ২টো নাগাদ একটি ডাম্পার বাঁক নেওয়ার সময়ে রানিগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি মিনিবাসে ধাক্কা লাগে।
|
ডুবে মৃত্যু |
ডুবে মৃত্যু হল নিতাই পাল (২৫) নামে এক যুবকের। বাড়ি অন্ডালের মদনপুরে। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুকুরে স্নান করতে নামে সে। তার পর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়।
|
কোথায় কী |
দুর্গাপুর
কবি প্রনাম। সংস্থা প্রাঙ্গন। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: পুরষা বন্ধুমহল।
আসানসোল
মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা। রেলমাঠ ও আসানসোল স্টেডিয়াম।
সকাল আটটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
বর্ধমান
নাট্যকার অজিত ঘোষের স্মরণসভা। রবীন্দ্রভবন। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: স্মরণসভা কমিটি। |
|