বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু-সহ ৬৫ জন জখম হন। আহতদের ১২ জন শিশু ও মহিলা । সোমবার রাতে কোচবিহারের বোকালির মঠে নির্মীয়মাণ লেভেল ক্রসিং -এ নিউকোচবিহার-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বরযাত্রীর বাসে খালাসি গোবিন্দ সাহা (৫৩)-র মৃত্যু হয়েছে। ভাল রকম জখম ৪৬ জনকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায়। বাসটির আগেই পাত্রের গাড়ি ছিল। সেটি নিরাপদে বিয়ের বাড়িতে পৌঁছায়। রাতে কোনও মতে বিয়ে হয়। মঙ্গলবার সকালে নবদম্পতি আত্মীয়, পরিজনদের দেখতে হাসপাতালে যান। বৌভাতের অনুষ্ঠানও বাতিল করেছে পাত্র পক্ষ। আলিপুরদুয়ার ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “তিন সদস্যের কমিটি গড়া হয়েছে।” জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ঘটনার রাতেই জখমদের সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়।” |
দুমড়ে-মুচড়ে। সোমবার রাতে দুর্ঘটনার পরে কোচবিহারের বোকালির মঠ এলাকায় তোলা নিজস্ব চিত্র। |
ফালাকাটার জয়চাঁদপুরের বাসিন্দা টোটন মোদকের সঙ্গে মরিচবাড়ির মমতা মোদকের দেখাশোনা করে বিয়ে ঠিক হয়। সোমবার রাত ১০ টা থেকে ১১টা অবধি ছিল বিয়ের লগ্ন। রাত ৮টা নাগাদ টোটনবাবু একটি ছোট গাড়িতে কয়েক জন ঘনিষ্ঠের সঙ্গে রওনা হন। বাসে ছিলেন অন্তত ৭০ জন। রাত ১০ টা নাগাদ পাত্রের গাড়ি বোকারির মঠের কাছে নির্মীয়মাণ লেভেল ক্রসিং পার হয়ে যায়। বাসটি লেভেল ক্রসিং-এ উঠতেই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। প্রচণ্ড শব্দে বাসটি প্রায় ৩০০ মিটার ছিটকে গিয়ে পড়ে। ট্রেনটিও দাঁড়িয়ে যায়। জখম বরযাত্রীদের আতর্নাদে বাসিন্দারা উদ্ধার কাজে নামেন।
স্থানীয় আশুতোষ দাস বলেন, “বাসের কাছে যেতেই দেখি চারদিকে রক্ত ভেসে যাচ্ছে। যাত্রীরা চিৎকার করছেন। উদ্ধার কাজে হাত লাগাই।” আর এক বাসিন্দা মন্টু দে বলেন, “ভয়ঙ্কর শব্দে ভয় পেয়ে গিয়েছিলাম। টর্চ নিয়ে দৌঁড়ে এসে দেখি ওই ঘটনা।” ওই লেভেল ক্রসিংয়ে গেট তৈরি হচ্ছে। সেখানে প্রহরী নেই। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের পদস্থ রেল কর্তারা। নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষও ঘটনাস্থলে যান।
এ দিকে পাত্র বিয়ে বাড়িতে পৌঁছে দুর্ঘটনার খবর পেয়ে বিচলিত হয়ে পড়েন। টোটনবাবুর পরিবার সূত্রে খবর, তিনি হাসপাতালে যেতে চান। পাত্রী লগ্নভ্রষ্টা হবে ভেবে সংক্ষিপ্তভাবে বিয়ে হয়। টোটনবাবু বলেন, “কী ভাবে এমন হল কিছুই বুঝতে পারছিলাম না। তবে নিয়মরক্ষা করে বিয়েটা হয়েছে। বৌভাত আপাতত হচ্ছে না।” |