স্কুল ভবন তৈরির পাথর চুরির অভিযোগে পুলিশ স্কুলেরই এক শিক্ষককে গ্রেফতার করেছে। ধৃত প্রহ্লাদ বিশ্বাস কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বাসিন্দা। পুলিশ ও স্কুল সূত্রের খবর, সর্বশিক্ষা অভিযানের আর্থিক সহায়তায় কৃষ্ণগঞ্জের খাটুরা মানিক ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং তৈরির কাজ চলছে। অভিযোগ, রবিবার কাউকে কিছু না জানিয়েই ওই শিক্ষক ট্রাক্টরে করে বাড়িতে পাথর নিয়ে যান। সোমবার অভিভাবকরা এ নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষক দেবেশচন্দ্র সরকার বলেন, “গ্রাম শিক্ষা কমিটির অনুমতি ছাড়াই ওই শিক্ষক বাড়িতে পাথর নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ জানিয়েছি।” জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “স্কুল কর্তৃপক্ষের নালিশের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে পাকড়াও করা হয়েছে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চণা ঘোষ সরকার বলেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
পণের দাবিতে এক মহিলাকে পুড়িয়ে মারার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জলি সিংহ। মঙ্গলবার তিনি এই সাজা শুনিয়েছেন। আদালত সূত্রের খবর, সোনাডাঙার বাসিন্দা প্রার্থনা বিবির সঙ্গে ধুবুলিয়া বটতলার বাসিন্দা ইমরান মল্লিকের বিয়ে হয়। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর গায়ে কেরোসিন ঢেলে প্রার্থনাদেবীকে পুড়িয়ে মারা হয়। ওই দিনই মৃতার বাবা লুৎফার মল্লিক মেয়ের স্বামী ইমরান মল্লিক, শ্বশুর নজরুল মল্লিক, শাশুড়ি সোনা বিবি ও দুই দেওর-এর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। সরকারি আইনজীবী প্রদীপ সরকার বলেন, “পণের জন্য পুড়িয়ে মারার দায়ে বিচারক পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।”
|
সোমবার সন্ধ্যার তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বহরমপুর শহরের বিভিন্ন এলাকা। হাঁটু জল জমে যায় মুর্শিদাবাদ জেলার কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের বেসমেন্টে থাকা সর্বশিক্ষা মিশন এবং এনআরইজির জেলা কার্যালয়ে। ফলে এ দিন কোনও কাজ হয়নি দু’টি দফতরে। দিনভর জল বেরও করা যায়নি। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সন্দীপ দত্ত বলেন, “ওই দু’টি কার্যালয় বেসমেন্টে হওয়ায় রাস্তার থেকে নিচু। ফলে জল ঢুকে গিয়েছে। পূর্ত দফতরকে ওই জল বের করে দেওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তীকালে এইরকম অবস্থা যাতে না হয় সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।”
|
মাস খানেক আগে বিড়ি শ্রমিকদের পিএফের ৪২ লক্ষ টাকা চৌপাটের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার জঙ্গিপুরের আঞ্চলিক পিএফ দফতরের সামনে বিক্ষোভ দেখাল সিটু। সংগঠনের জেলা সভাপতি আবুল হাসনাৎ খান বলেন, “অর্থ তছরুপের ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে ঢিমেতালে। এ ছাড়াও অন্য পেশার শ্রমিকদেরও অনেকে এখনও পিএফের আওতায় নেই।” পিএফ দফতরের এক পদস্থ কর্তা জানান, দুর্নীতির বিষয়টি পুলিশের বিবেচনাধীন।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “তদন্ত চলছে। শীঘ্রই ধরা পড়বে দোষীরা।”
|
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। নাম রাজু দফাদার (৪০)। বাড়ি রানাঘাটের আনুলিয়াতে। পুলিশ জানায়, রানাঘাট শহরের একটি গ্যারেজে কাজ করতেন ওই যুবক। সোমবার তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে কোর্ট মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। |