সংস্কৃতি যেখানে যেমন

পত্রিকা প্রকাশ
কবিপক্ষে বহরমপুর থেকে জন্ম নিল একটি পত্রিকা ও কবিগুরুর নোবেল প্রাপ্তি নিয়ে একটি প্রবন্ধ সংকলন। গত রবিবার মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্ঘের সভাকক্ষের অনুষ্ঠানে কবিতা পত্রিকার জন্মসংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি অমিতাভ মৈত্র। নীলিমা সাহা সম্পাদিত গ্রন্থটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেন কৌশিক গুড়িয়া। ওই দিনই বহরমপুরের ‘বাসভূমি’ থেকে প্রকাশিত হয় কবি নারায়ণ ঘোষের প্রবন্ধ সংকলন ‘এখনও রবীন্দ্রনাথ’। সংকলনটির আনুষ্ঠানিক প্রকাশ করেন লোকসংস্কৃতি গবেষক পুলকেন্দু সিংহ। গ্রন্থটি নিয়ে বিশদে আলোচনা করেন ইতিহাস গবেষক বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্র স্মরণ
জিয়াগঞ্জ কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণের কবিমূর্তির পাদদেশে গত ২৫ বৈশাখ ৩টি পর্বে রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠান করল জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা। সকালে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান, উদ্বোধনী সংগীত, পুরপ্রধানের স্বাগত ভাষণ। দ্বিতীয় পর্বে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। সন্ধ্যায় শেষ পর্বে ‘রবীন্দ্রমানস’ বিষয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রীতিকুমার রায় চৌধুরী, অমল মোদক ও সমীর সরকার। অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার কৃতীদের হাতে ‘বিভূতিভূষণ ঘোষ স্মারক পুরস্কার’ তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর ঘোষ।

প্রয়াস প্রকাশ
মানসিক প্রতিবন্ধীদের সংস্থা ‘মনন’ মঙ্গলবার সকালে বর্ষবরণের পাশাপাশি তাঁদের পত্রিকা ‘প্রয়াস’-এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ করে। ওই সংখ্যার সব লেখা সংস্থার প্রতিবন্ধী সদস্যসদস্যার বাবা-মায়ের। নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনে ওই অনুষ্ঠানে ছিলেন সংস্থার মানসিক প্রতিবন্ধী ছেলেমেয়েরা। শিল্পীদের একটি করে বেলিফুল গাছের চারা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

সত্যজিৎ স্মরণ
সত্যজিৎ রায়ের ৯৩তম জন্মদিন পালন করল ‘কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র’। ওই অনুষ্ঠানে সত্যজিৎ রায়কে নিয়ে লেখা ছড়া ও কবিতা আবৃত্তি করেন সংস্থার শিল্পীরা। ছোটদের সত্যজিৎ নিয়ে আলোচনা করেন শ্যামাপ্রসাদ ঘোষ। সত্যজিৎ অনুদিত কবিতা আবৃত্তি করেন পীতম ভট্টাচার্য। গুপী গাইন বাঘা বাইন ছবির গান করেন মৌসুমী ঘোষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.