সরানো হল মানচিনিকে
নিজস্ব প্রতিবেদন |
ম্যান ইউর মতো তাদের প্রতিবেশীদের ডাগআউটেও পরের মরসুমে নতুন কোচকে দেখা যাবে। ট্রফিশূন্য মরসুমের পরে কোচের দায়িত্ব থেকে সরকারি ভাবে সরিয়ে দেওয়া হল ম্যাঞ্চেস্টার সিটির রবের্তো মানচিনিকে। ক্লাবের শেষ দুটি প্রিমিয়ার লিগ ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন মানচিনির সহকারী ব্রায়ান কিড। মানচিনিকে সরানোর পর সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেছেন, “গত সাড়ে তিন বছরে মানচিনি যা কাজ করেছে ক্লাবের জন্য, তার জন্য ধন্যবাদ। কথামতো ৩৫ বছর পরে প্রিমিয়ার লিগ ট্রফি এনে দিয়েছে সিটিকে। এই জন্য সব সিটি সমর্থকের ভালোবাসা সারা জীবন থাকবে মানচিনির সঙ্গে।” সিটির ইতালীয় কোচকে সোমবার রাতেই জানিয়ে দেওয়া হয় যে তিনি আর দলের দায়িত্বে থাকবেন না। মানচিনির পরিবর্তে দৌড়ে আপাতত এগিয়ে মালাগার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। তাঁর এজেন্টের সঙ্গে সিটি কর্তারা প্রাথমিক কথা শুরু করবেন মঙ্গলবার থেকে। যদিও ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, সিটির সঙ্গে অগ্রিম চুক্তি হয়ে গিয়েছে পেলেগ্রিনির। শুধুমাত্র তাঁর চুক্তির ৩.৩ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে সিটিকে। কিন্তু পেলেগ্রিনিকে সই করাতে আগ্রহী বার্সেলোনাও। টিটো ভিলানোভার অসুস্থতার জন্য বার্সা শিবিরে সংশয় দেখা দিয়েছে যে পরের মরসুমে এই চাপ তিনি নিতে পারবেন কি না। যার জন্য তাদের নজর পেলেগ্রিনির দিকে।
|
আজ ইউরোপা লিগ ফাইনালে
চেলসির কুলীন হওয়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদন |
‘আমস্টারডাম মহারণে’ বুধবার ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি চেলসি-বেনফিকা। ডেম্বা বা ‘কাপ টাইড’ থাকার কারণে ফের্নান্দো তোরেসকে সেন্টার ফরওয়ার্ডে রেখে খুয়ান মাতা এবং মোজেসকে নিয়ে আক্রমণ সাজাতে পারেন বেনিতেজ। চোটের জন্য দল থেকে বাদ পড়তে পারেন হ্যাজার্ড (হ্যামস্ট্রিং) ও টেরি (গোড়ালি)। “মিউনিখের মতোই এই রাতেও কাপ তুলতে চাই”, বলেছেন ল্যাম্পার্ড। অন্য দিকে নিজের তারকা মিডফিল্ডার নিকোলাস গায়তানকে মাঝমাঠে রেখে অস্কার কার্দোজোকে নিয়েই আক্রমণ গড়ার পরিকল্পনা বেনফিকা কোচ জর্জ জেসুসের। বেনফিকাকে হারাতে পারলে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, জুভেন্তাস ও আয়াখ্সের পরে চেলসি পঞ্চম ক্লাব হবে যারা ইউরোপিয়ান ত্রিমুকুট (কাপ উইনার্স কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ) জিতবে।
|
মহমেডানে জোসিমার, লুসিয়ানো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জল্পনা ছিলই। শেষপর্যন্ত মঙ্গলবার সালগাওকরের স্ট্রাইকার জোসিমার আর ডিফেন্ডার লুসিয়ানোকে সই করিয়ে ফেলল মহমেডান। এই দুই বিদেশি ছাড়াও এয়ার ইন্ডিয়ার দুই ডিফেন্ডার গগনদীপ সিংহ ও বলদীপ সিংহও এ দিন মহমেডানে সই করলেন। সাদা-কালো কোচের তালিকায় ফিনল্যান্ডের তিন কোচের নাম রয়েছে। দু’একদিনের মধ্যেই এঁদের মধ্যে থেকে একজনকে বেছে ফেলবেন কর্তারা। |