টুকরো খবর |
মানব বন্ধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মানব বন্ধন হল মেদিনীপুরের ৬ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার সন্ধেয় সব ধর্ম, জাতির মানুষকে নিয়ে এই কর্মসূচি করে যুব তৃণমূল। সম্প্রতি দুই দলের সংঘর্ষে শহরে অশান্তি ছড়ায়। ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে চাপা উত্তেজনাও রয়েছে। শহরে এখনও পুলিশি টহল চলছেই। এই প্রেক্ষিতে যুব তৃণমূল নেতা সৌরভ বসু, শঙ্কর মাজির নেতৃত্বে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
|
পিংলায় উদ্ধার বেআইনি বাজির সরঞ্জাম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হল পিংলা থানা এলাকার সুতছড়া গ্রাম থেকে। সোমবার রাতে পুলিশ ওই গ্রামে হানা দিয়ে যুগল মাইতির বাড়ি থেকে প্রচুর কাঁচামাল উদ্ধার করে। সেই সময় বাজি তৈরির কাজও চলছিল। পুলিশ যুগল মাইতি, শেখ আবির ও শেখ সলমন নামে তিন জনকে গ্রেফতার করেছে। আরও কয়েকজন পুলিশ আসছে দেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই গ্রামে অবৈধ ভাবে বাজি তৈরি চলছিল। একবার বাজি নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল।
|
সর্বদল বৈঠকের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব রকম সাহায্যের আশ্বাস দিল বামফ্রন্ট। ফ্রন্টের প্রতিনিধি দল মঙ্গলবার মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তের সঙ্গে দেখা করেন। নেতৃত্বে ছিলেন কীর্তি দে বক্সী, সারদা চক্রবর্তী-সহ বামফ্রন্টের শরিক দলের নেতারা। সারদাবাবু বলেন, “আমরা সর্বদল বৈঠকের দাবি জানিয়েছি।” তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলগুলোও পুলিশ-প্রশাসনের পাশে দাঁড়িয়েছে। মেদিনীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃগেন মাইতির কথায়, “শহরের পরিবেশে বরাবরই সৌহার্দ্যের। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে উদ্যোগী হতে হবে।”
|
উপেন্দ্রকিশোর স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম-সার্ধশতবর্ষ পালিত হল শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে। সঙ্গে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী। মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানে ছিলেন সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়জীত ঘোষ। ছোটদের জন্য লেখা উপেন্দ্রকিশোরের রচনা আশ্রিত গীতি-আলেখ্য, সমবেত নৃত্য, একক সঙ্গীত ছাড়াও ছিল নাটক। প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরীর কথায়, “শিশুসাহিত্যিককে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।” |
|