পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সালানপুরের মেলেকোলা গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টার এই অবরোধে যান চলাচল সর্ম্পূণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে অবরোধ তোলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সোয়া ১টা নাগাদ বলরাম ধীবর (৫৩) নামে ওই ব্যক্তি ২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মেলেকোলা গ্রাম মোড়ে একটি বটগাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন।সালানপুর থানার খুদিকা গ্রামে তাঁর বাড়ি। তখনই আচমকা ঝাড়খণ্ডগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বলরামবাবুর। ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী। |
চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
দুর্ঘটনার পরে এলাকার বাসিন্দারাই লরি চালককে ধরে ফেলে। আহত ব্যক্তিকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করে।
এরপরেই শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীদের অভিযোগ, মোটর ভেহিক্যালস দফতরের একটি গাড়ি তাড়া করায় লরিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দু’জনকে ধাক্কা মারে। মৃত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন তাঁরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী যানগুলিও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায়। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। |