তারাবাজি |
কেশে বেশে |
আইপিএল-এ সাড়া ফেলে দেওয়া হেয়ারস্টাইলবিশিষ্ট ৫ ক্রিকেটার বেছে নিল আনন্দplus।
বিশ্লেষণে হেয়ারস্টাইলিস্ট ব্রিজেড জোনস এবং রমন ভরদ্বাজ |
|
|
ব্রিজেড জোনস: বিরাট তো সব সময়ই স্টাইল আইকন। আপাতত ‘বাজড অ্যাট দ্য সাইড’ লুকে বেশ ‘কুল’ লাগছে ওঁকে। তবে মেয়েমহলে উনি ‘হট’ হিসেবেই পরিচিত। বিরাটের হেয়ারস্টাইল গরমকালের পক্ষে একেবারে আদর্শ।
মার্কশিট: ৯/১০
রমন ভরদ্বাজ: চুলের উপরের দিকটা টেক্সচার করা। ওয়াক্স ব্যবহার করে লুকটা একটু মেসি করে রেখেছেন। মাথার দু’পাশ এবং পিছনের দিকে চুল ছোট করে কাটা যাতে মুখের গঠনটা আরও সুদৃঢ় লাগে।
মার্কশিট: ৮/১০ |
বিরাট কোহলি |
|
|
ব্রিজেড জোনস: উনিশ ছুঁইছুঁই এই টিনএজারের মধ্যে এখনও স্কুলবয় লুকটা রয়ে গিয়েছে। মুখের মধ্যে একটা নিষ্পাপ ভাব আছে। চুলে চোখে পড়ার মতো কোনও স্টাইল না থাকলেও ওর চার্মিং হাসিতে মন ভরে যায়।
মার্কশিট: ৭/১০
রমন ভরদ্বাজ: খুব সাধারণ ভাবে চুল কাটা। তবে এ রকম হেয়ারকাটে ব্যাকব্রাশ বা সাধারণ সিঁথি কেটে নরমালি চুল আঁচড়ানোও যায়, আবার কখনও কখনও প্রয়োজন হলে এই গরমে ‘ওয়েট লুক’ আনতে জেল দিয়েও স্টাইলিং করা যায়।
মার্কশিট: ৫/১০ |
|
সঞ্জু স্যামসন |
|
|
|
ব্রিজেড জোনস: ওঁর পুরুষালি চেহারার গঠনের সঙ্গে চুলের ড্রেডলক স্টাইল দারুণ মানিয়ে যায়। ক্রিকেট মাঠের জন্য এই লুকটা একেবারে মানানসই। কেয়ারফ্রি লুক। চুলের দেখভাল নিয়েও বিশেষ ঝঞ্ঝাট নেই।
মার্কশিট: ৮/১০
রমন ভরদ্বাজ: ঘাড় পর্যন্ত ড্রেডলক। ছোট ছোট করে বিনুনি বেঁধে চুল পিছনের দিকে ঝোলানো। অনবদ্য লুক।
মার্কশিট: ৮/১০ |
ক্রিস গেইল |
|
|
ব্রিজেড জোনস: ছোট ছোট করে ছাঁটা চুল। চুলের ছাঁটে সে রকম নতুনত্ব না থাকলেও ওঁর মুখের গঠনের সঙ্গে মানানসই। ফ্রেশ আর স্পোর্টি একটা লুক। শুধু ওঁর ক্ষেত্রেই নয়, ফ্যানরাও চাইলে অনায়াসে এই স্টাইল করতেই পারে।
মার্কশিট: ৬/১০
রমন ভরদ্বাজ: ঈষৎ কোঁকড়ানো চুল। ছোট থেকে মাঝারি মাপের। কোনও স্টাইলিং প্রোডাক্ট ছাড়াও অনায়াসেই এই রকম অবিন্যস্ত অগোছালো চুলই দিব্যি স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে রবীন্দ্রের।
মার্কশিট: ৬/১০ |
|
রবীন্দ্র জাডেজা |
|
|
|
ব্রিজেড জোনস: চুলে মোহক স্টাইল। মোহক তো সব সময়ই ‘ইন-ট্রেন্ড’ ফ্যাশন। তবে নতুন কোনও হেয়ার কালার ব্যবহার করা যেতে পারে। তাতে নারিনকে আরও চমৎকার লাগবে বলে আমার ধারণা।
মার্কশিট: ৭/১০
রমন ভরদ্বাজ: মাথার পাশের আর পিছনের দিকের চুল ছোট করে কাটা। চুলে হেয়ার জেল দিয়ে সামনে থেকে মোহক স্টাইল করা। মুখের গঠনের সঙ্গে মানিয়েছে।
মার্কশিট: ৬/১০ |
সুনীল নারিন |
|
|
|
|
ব্রিজেড জোনস |
রমন ভরদ্বাজ |
|
সাক্ষাৎকার: অদিতি ঘোষ |
|