|
|
|
|
এ বার পুরপ্রধান কে, জোর জল্পনা ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
উদয়শঙ্কর সিংহরায় না বিভাস ঘোষ, না কি সদ্য কংগ্রেস সঙ্গ ত্যাগ করা কৌশিক দত্ত।
রবিবার কংগ্রেসের তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পরই নতুন পুরপ্রধান কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ঘাটালে। দফায়-দফায় তৃণমূলের বৈঠকও হচ্ছে। তবে, এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তৃণমূল নেতৃত্ব। এ দিকে কংগ্রেস পুরপ্রধানের প্রতি এখনও অনাস্থা আনেনি তৃণমূল। পুরপ্রধানও পদত্যাগ করেননি।
১৩০ বছরের বেশি পুরনো ঘাটাল পুরসভায় গত পুর নির্বাচনে ১৭টি আসনের মধ্যে সিপিএম ও বাম সমর্থিত ঘাটাল উন্নয়ন কমিটি (জিইউসি) জেতে ৮টিতে। কংগ্রেস পায় ৫টি আসন ও তৃণমূল ৪টি। ভোটের পরে জিইউসি-র দু’জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় ৬টি। কংগ্রেস ও তৃণমূল জোট পুরবোর্ড গঠন করে। পুরপ্রধান হন কংগ্রেসের জগন্নাথ গোস্বামী, আর উপপুরপ্রধান তৃণমূলের উদয়শঙ্কর সিংহ রায়। ভিতরে-ভিতরে কংগ্রেস-তৃণমূল জোটে ভাঙন ধরেছিল আগেই। রবিবার কংগ্রেসের তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর ঘাটাল পুরসভায় তারাই সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ একক ভাবে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। সে ক্ষেত্রে পুরপ্রধান কে হবে তা নিয়েই যত জল্পনা। উপপুরপ্রধান উদয়শঙ্কর সিংহরায় ছাড়াও পুরপ্রধান পদের দাবিদার হিসাবে বিভাস ঘোষ ও কৌশিক দত্তের নাম উঠে আসছে। দীর্ঘ দিনের চাপা গোষ্ঠীদ্বন্দ্বও চাগাড়
দিচ্ছে তৃণমূলে। নাম প্রকাশে
অনিচ্ছুক তৃণমূলের এক নেতার কথায়, “বোর্ড হাতে এলেও স্বস্তি নেই। রবিবার বিকাল থেকেই পুরপ্রধান ঠিক করা নিয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্ব খুব চিন্তিত।”
তৃণমূলের একটি সূত্রে খবর, ভোটের সময় ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভায় দায়িত্বে ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। কিন্তু রবিবার কংগ্রেসের তিন কাউন্সিলরকে ভাঙিয়ে আনার ক্ষেত্রে মুকুল রায়ের ঘনিষ্ঠ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের কৃতিত্ব বেশি। পুরপ্রধান হিসাবে শঙ্কর-ঘনিষ্ঠ বিভাস ঘোষের নাম তাই উঠে আসছে। তবে তাঁকে পুরপ্রধান হিসাবে চান না দলেরই একটা বড় অংশ। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “দলের সমর্থকরা উচ্ছ্বসিত। পুরপ্রধান কে হবে তা যথাসময় জানিয়ে দেওয়া হবে। মঙ্গলবার এ নিয়ে দলীয় বৈঠকও ডাকা হয়েছে। কোনও কোন্দল নেই।”
এ দিকে, দলের তিন কাউন্সিলর কাউকে কিছু না জানিয়ে আচমকা তৃণমূলে যোগ দেওয়ায় শহর কংগ্রেস উদ্বিগ্ন। কর্মী-সমর্থকরা এখনও ঘটনাটিকে মেনে নিতে পারছেন না। ঘাটাল শহর কংগ্রেস সভাপতি প্রণব হড় বলেন, “বিষয়টি নিয়ে আমরা
দ্রুত বৈঠকে বসব। সেখানেই আলোচনা হবে।” |
|
|
|
|
|