রবিবার রাতে লিঁও-কে ১-০ হারিয়ে ফরাসি লিগ চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জাঁ। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেরেমি মেনেজের গোলের সৌজন্যে ১৯৯৪ সালের পর আবার চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জাঁ। “আমরাই যোগ্য চ্যাম্পিয়ন,” বলেন বেকহ্যাম-ইব্রাহিমোভিচের দলের ইতালীয় কোচ কার্লো আন্সেলোত্তি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত নেমে নতুন রেকর্ড গড়লেন বেকহ্যাম। ইংল্যান্ড, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পর চতুর্থ দেশের লিগে খেলে খেতাব জিতলেন বেকস।
|
১৮ মে নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সামার ক্যাম্প’ শুরু হচ্ছে। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ৭ দিন ব্যাপী ওই শিবিরে উত্তরবঙ্গের নানা জেলা থেকে ২০০ উৎসাহীকে নিয়ে শিবির শুরু হবে। শিবিরের প্রথম দিন গত বছর জাতীয় চ্যাম্পিয়ন তথা শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষকে সংবর্ধনা দেওয়া হবে সংস্থার তরফে। থাকবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
|
এভারেস্টের মাথায় জয়পতাকা স্থাপন করেছিলেন দু’ছর আগেই। এ বার ইউরোপের উচ্চতম শৃঙ্গ এলব্রুসে পা রেখে ভারতের মুখ উজ্জ্বল করলেন ওড়িশার কালাহান্ডির এক প্রাথমিক শিক্ষক জোগাব্যাসা ভোই। কৃত্রিম অক্সিজেন ছাড়াই ৫,৬৪২ মিটার উঁচু শৃঙ্গটিতে চড়েছেন তিনি। এই নিয়ে তৃতীয় বার অক্সিজেন ছাড়া শৃঙ্গজয় করলেন এই পর্বতারোহী। সাম্প্রতিকতম এলব্রুস অভিযানে বার্তা ছিল, মহিলাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি গৌরব বৃদ্ধি করা।
|
শনিবার উইগানের কাছে এফএ কাপ ফাইনালে হারার পর ম্যাঞ্চেস্টার সিটি কোচ রবের্তো মানচিনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে সামনের কয়েক দিনের মধ্যেই ম্যানেজারের হটসিট থেকে সরিয়ে দেওয়া হতে পারে ইতালীয় কোচকে। নতুন ম্যানেজার ঠিক করার আগে সিটি-র সহকারী কোচ ব্রায়ান কিড-কে দেখা যেতে পারে ডাগআউটে। নতুন ম্যানেজার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মালাগার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। যদিও চিলির এই কোচের এজেন্টের সঙ্গে এখনও প্রাথমিক কথা সারেনি ম্যান সিটি কর্মকর্তারা। এফএ কাপে হেরে এই মরসুম ট্রফি-শূন্যই শেষ করতে হচ্ছে ৩৬৪ মিলিয়ন পাউন্ডের ম্যান সিটি দলকে। কিন্তু ট্রফি না জেতাই মানচিনিকে সরানোর প্রধান কারণ নয়। সিটি ফুটবলারদের সঙ্গে মানচিনির সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ক্লাবের সর্বেসর্বা খালদুন আল মুবারক। এমনকী মানচিনির বাকি চুক্তির টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতেও রাজি আছে সিটি। তবে মানচিনিকে সই করানোর জন্য ইচ্ছাপ্রকাশ করেছে ফরাসি ক্লাব মোনাকো। |