|
|
|
|
রাস্তা সংস্কারের আশ্বাস বৈঠকে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাস বন্ধের পথে না গিয়ে মহকুমাশাসকের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনায় বসল বাস মালিকরা। সোমবার খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলার দফতরে ওই বৈঠকে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও পূর্ত দফতরের কর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বেলদা-জাহালদা রাস্তার হাম্পগুলো দ্রুত তুলে দেওয়া হবে। রাস্তা সংস্কারেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সিদ্ধান্ত কার্যকর হল কি না, তা দেখতে ফের ২৬ মে বৈঠক হবে। প্রসঙ্গত, ১৫ মে থেকে ওই রুটে বেহাল রাস্তা সারানোর দাবিতে বাস বন্ধের হুমকি দিয়েছিলেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম বেলদা-জাহালদা। দীঘা মেদিনীপুর রুটের বাসগুলো প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা দিয়েই চলাচল করে। বেহাল ওই রাস্তায় মাঝেমধ্যে সংস্কার হলেও একটা বর্ষা পেরোলেই রাস্তা ফের খানাখন্দে ভরে যায়। বাস ব্যবসায়ীদের বক্তব্য, পিচ উঠে রাস্তাটিতে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবু রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। দুর্ঘটনা এড়াতে রাস্তায় হাম্প তৈরি হলেও খানা-খন্দে ভরা পথে ওই হাম্পগুলির জন্য আরও দুর্ঘটনা বাড়ছে।
খড়্গপুরের মহকুমাশাসক বলেন, “বাস মালিকদের সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়েছে। আপাতত হাম্পগুলো তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” বাস ব্যবসায়ী সমিতির জেলা সহ-সভাপতি শিবু সরখেল বলেন, “খারাপ রাস্তায় হাম্পগুলি থাকায় ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়। বৈঠকে হাম্প তুলে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত হয়েছে। আশা করব, রাস্তা সংস্কারের ব্যাপারেও দ্রুত পদক্ষেপ করা হবে।”
বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মানছে বাস মালিক সংগঠনগুলোও। ‘বাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতির কথায়, “মহকুমাশাসক সব শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, বৈঠকের সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে।” তিনি আরও জানান, “বেলদা-জাহালদা রাস্তাটি বাস চলাচলের অযোগ্য। এমন বেহাল রাস্তায় বাস চললে মালিকদের ক্ষতির মুখ দেখতে হয়। সমস্যা সমাধানে আগেই মহকুমাশাসককে চিঠি
দেওয়া হয়েছিল।” |
|
|
|
|
|