টুকরো খবর
শিক্ষককে মারধরের অভিযোগ
শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোলমালের পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। শনিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের পারুল গ্রামে। রবিবার সকালে থানায় সিপিএম ও তৃণমূল দু’পক্ষই অভিযোগ দায়ের করে। যদিও সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রাজেশ চৌধুরীর নেতৃত্বে ১০-১২ জন তৃণমূল সমর্থক মোটরবাইক চেপে গোঘাটের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বর্মনের বাড়িতে চড়াও হয়। তিনি সিপিএম সমর্থক বলেই পরিচিত। হামলাকারীরা বিশ্বজিৎবাবুর সমবায় ব্যাঙ্কের ভোটার পরিচয়পত্র দিয়ে দিতে হবে। তিনি যাতে ভোট দিতে না যান, সে জন্য হুমকিও দেওয়া হয়। বিশ্বজিৎবাবু প্রতিবাদ করায় করায় তাঁকে রামধর করা হয়। পরিবারের অন্য সদস্যেরাও আক্রান্ত হন। প্রতিবেশীরা ছুটে এলে বাইক তিনটি ফেলে পালায় হামলাকারীরা। অভিযোগ অস্বীকার করে রাজেশবাবু পাল্টা বলেন, “আমরা বিশ্বজিৎবাবুর কাছে ভোট চাইতে গেলে সিপিএমের কিছু লোক আমাদের উপরে চড়াও হয়ে মারধোর করে। বাইক কেড়ে নেওয়া হয়। পুলিশ গিয়ে সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।” সিপিএম সাংসদ শক্তিমোহন মালিক বলেন, “পুলিশ ও তৃণমূল যৌথ ভাবে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। ওদের অত্যাচারে আমাদের সদস্যেরা বাড়ি ঘর-ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।” তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার বক্তব্য, “মিথ্যা গল্প ফেঁদে শান্ত আরামবাগকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে সিপিএম।”

নাবালিকাকে অপহরণের নালিশ, গয়া থেকে ধৃত ১
নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মেয়েটিকে। সোমবার উত্তরপাড়া থানার পুলিশ বিহারের গয়া থেকে তাকে উদ্ধার করে আনে। ধৃতের নাম উমেশ দাস।
পুলিশ জানায়, বছর চোদ্দোর মেয়েটি হিন্দমোটরের বাসিন্দা। সে সেখানকার একটি হিন্দি মাধ্যম স্কুলে নবম শ্রেণিতে পড়ে। গত ৬ মে থেকে সে নিখোঁজ ছিল। পরের দিন তার বাবা উত্তরপাড়া থানায় উমেশের বিরুদ্ধে মেয়েকে অপহরণের মামলা দায়ের করেন। উমেশ হিন্দমোটরে দিদির বাড়িতে থাকত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটিকে গয়ায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার পুলিশের একটি তদন্তকারী দল গয়ায় রওনা হয়।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, গয়ার আদর্শ থানা এলাকার একটি গ্রামে মেয়েটিকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এফিডেভিট করে ওই নাবালিকার বয়স ভাঁড়িয়ে তাকে বিয়ে করেছিল ছেলেটি। সোমবার দু’জনকে উত্তরপাড়ায় নিয়ে আসেন পুলিশ অফিসারেরা। দু’জনকেই শ্রীরামপুর আদালতে তোলা হয়। মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেয় আদালত। ধৃত উমেশকে ১৪ দিন জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তরুণীর শ্লীলতাহানি, যুবক ধৃত
শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জনতা হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে উত্তমমধ্যম দেয়। সোমবার ঘটনাটি ঘটেছে চন্দননগরের ঝাউতলা এলাকায়। ধৃতের নাম সামসের আলম। সে এক সময় চুঁচুড়ায় থাকত। এখন অন্যত্র থাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ এলাকার এক তরুণী গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময়ে সামসের তাঁর পথ আগলে দাঁড়ায়। মেয়েটির হাত ধরে টানাটানি করতে থাকে। স্থানীয় বাসিন্দারা সেই ঘটনা দেখেতে ছুটে আসেন। যুবককে ঘিরে ধরে শুরু হয় মারধর। খবর পেয়ে চন্দননগর থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ওই যুবককে নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে।

গ্যাস লিক করে বাড়িতে আগুন, লাফিয়ে জখম ১
রান্নার গ্যাস লিক করে আগুন লেগে গেল গৃহস্থের বাড়িতে। দমকল এসে আগুন নেভায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার দত্তবাগানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ ওই এলাকায় শঙ্কর দাসের বাড়ির একতলার রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। ভয়ে পরিবারের এক ভাড়াটে দোতলার বারান্দা থেকে ঝাঁপ মারেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ঝড়ে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার গোঘাটের বালি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম জওহরলাল চক্রবর্তী (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই এলাকায় ঝড় হয়। তাতে গ্রামের উপর দিয়ে যাওয়া হাইটেনশন লাইনের তার অনেকটাই ঝুলে যায়। একটি বাঁশ কাটতে গিয়ে ওই তার শরীরে ঠেকে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক।

জুয়ার আসরে হানা, ধৃত ৫
রবিবার রাতে আরামবাগের চার নম্বর ওয়ার্ডের একটি স্কুল সংলগ্ন এলাকার জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয় পাঁচ হাজার টাকা। পুলিশ জানায়, ধৃত পাঁচ জনের মধ্যে ঈশা খান জুয়ার আসর পরিচালনা করত। সকলেই ওই এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের আরামবাগ আদালতে হাজির করানো হয়।

ঝড়ের তাণ্ডব
ছবি: তাপস ঘোষ ও সুব্রত জানা।
রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝড়ের তাণ্ডবে হুগলি স্টেশন-সংলগ্ন রেল শ্রমিক প্রাথমিক হিন্দি বিদ্যাপীঠের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। গোটা স্কুল চত্ত্বর লণ্ডভণ্ড হয়ে যায়। চালার রড উড়ে পিপুলপাতির বাসিন্দা এক সাইকেল আরোহী জখম হন। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দু’শোরও বেশি ছাত্রছাত্রী স্কুলটিতে পড়ে। সোমবার স্কুল ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। অন্য দিকে, রবিবার রাতে হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় প্রবল ঝড় হয়। বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি, গাছ উপড়ে যায়। কাঁচা বাড়ি ভেঙে পড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.