দুর্ঘটনায় মৃত এক, জখম দুই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মোরাম ভর্তি ডাম্পার ও একটি খালি লরির সংঘর্ষে মৃত্যু হল ডাম্পার চালকের। সোমবার দুপুরে ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে, রামপুরহাট মহকুমা হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম খোকন ভৌমিক (৫০)। বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার এলাকায়। ওই ঘটনায় গুরুতর জখম লরির খালাসিকে প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। লরির চালকও জখম অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি। আহত দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়।
|
স্কুলভোটে তৃণমূলের জয়
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মাড়গ্রাম থানার কড়কড়িয়া জয়তারা বিদ্যাপীঠের ওই স্কুলের পরিচালন সমিতি আগে কংগ্রেস সমর্থিত প্রার্থীদের দখলে ছিল। রবিবার ফল প্রকাশের পরে দেখা যায় ৬-০ ব্যবধানে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। যদিও স্কুলের পরিচালন সমিতির বিদায়ী সম্পাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “টাকা পয়সা ছড়িয়ে এবং আমাদের ভোটারদের ম্যাসলম্যানের ভয় দেখিয়েই তৃণমূল এই ফল আদায় করেছে।” অভিযোগ অস্বীকার করে জয়ী প্রার্থীদের পাল্টা দাবি, গত পরিচালন সমিতির স্বেচ্ছাচারী মনোভাব ও দুর্নীতির প্রতিবাদেই ভোটাররা তাঁদের জিতিয়েছেন। |