জয়ী অশোক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে সোমবার আসানসোল রেল মাঠের খেলায় অশোক সঙ্ঘ রানিগঞ্জ ৮ উইকেটে হারাল রাধানগর সিএকে। প্রথমে ব্যাট করে রাধানগর ৮৬ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অশোক সঙ্ঘ। এ দিন আসানসোল স্টেডিয়ামে কল্যাণেশ্বরী সিএকে ৬৩ রানে হারায় সানডে সিএ। প্রথমে ব্যাট করে সানডে ৫ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ৯৬ রানের বেশি করতে পারেনি কল্যাণেশ্বরী। এই খেলায় বিজয়ী দলের মনীশকুমার হরি ৭৪ রান করেন ও দুই উইকেট নেন। |
জিতল আসানসোল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেটে সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় আসানসোল সিএ ৫ রানে হারাল আসানসোল স্পোর্টিংকে। এ দিন প্রথমে ব্যাট করে আসানসোল সিএ ২ উইকেটে ১৩৮ রান করে। জবাবে ১৩৩ রানে শেষ হয়ে হয়ে যায় আসানসোল স্পোর্টিং। |
রেললাইনে এক বৃদ্ধের দ্বিখণ্ডিত দেহ মিলল আসানসোলে। মৃতের নাম রণজিত্ সরকার (৭১)। বাড়ি আসানসোলের নেতাজি সুভাষ রোডে। রবিবার বিকালে আত্মীয়ের বাড়ি যাবেন বলে বেরিয়ে তিনি আর ফেরেননি। রাতেই আসানসোল জিআরপির কর্মীরা কালিপাহাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় দেহটি দেখতে পান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |
দুর্গাপুর
রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান। ক্ষুদিরাম ময়দান।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: ২১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
আসানসোল
অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা। রেলমাঠ ও আসানসোল স্টেডিয়াম। সকাল আটটা। মহকুমা ক্রীড়া সংস্থা। |