দম্পতির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল স্বামী-স্ত্রী’র। রবিবার সকালে আড়শার কৌরাং গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা রামকৃষ্ণ প্রসাদ (৫২)ও তাঁর স্ত্রী আশা দেবী (৪৬)। শনিবার রাতে ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে মারা যান পুরুলিয়া মফস্সল থানার লাগদার বাসিন্দা কুইলা বাউরি (৩৮)। সৈনিক স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
|
ধৃত চার দুষ্কৃতী
নিজস্ব প্রতিবেদন |
তিন দুষ্কৃতীকে পুরুলিয়ার তেলকলপাড়া শ্মশান এলাকা থেকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। গুলি ভর্তি পাইপগান ও ভোজালিও উদ্ধার হয়। ঝাড়খন্ডের গিরিডিতে তাদের বাড়ি। শনিবার ভোরে রাইপুর থানার পুলিশ হলুদকানালি থেকে দেশি পিস্তল-সহ এক যুবককে ধরে। ধৃত নিমাই মণ্ডলের বাড়ি রাইপুরের কেশিয়ায়। তাঁর ১৪ দিনের জেল হাজত হয়।
|
মিশনের শিবির
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে রামহরিপুর রামকৃষ্ণ মিশন নারীশিক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করল। শনিবার ওই শিবিরে উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ-সহ বিশিষ্ট জন। |