টুকরো খবর
পুলিশের কাছ থেকে ছিনতাই ধৃত অভিযুক্ত
এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ওই অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তার আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের কয়েকজন। রবিবার মুর্শিদাবাদের বড়ঞার খরজুনায় এই ঘটনার পরে জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পুলিশের উপরে চড়াও হয়ে এ দিন গ্রামবাসীরা এক জন দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় কয়েক জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের উপরে হামলার অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ওই অভিযুক্তের নাম আয়েশ আলি শেখ। গ্রামের মোড়ের চায়ের দোকান থেকে এই দিন তাকে গ্রেফতার করে পুলিশ। তারপরে তাকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে আসার সময়েই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা একজোট হয়ে প্রথমে পুলিশের পথ আটকান। ওই যুবককে ছেড়ে দিতে হবে বলে পুলিশের কাছে দাবি জানান তাঁরা। পুলিশ সে কথা মানতে না চাওয়ায় তারপরেই পুলিশের উপরে হামলা শুরু হয়। পরে ওই অভিযুক্তকে গাড়ি থেকে বার করে নেওয়া হয়। ওই ঘটনায় এক জন এএসআই, এক জন হোমগার্ড ও তিন জন গ্রামীণ পুলিশ আহত হন। আহতদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই যুবক এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত। তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলি বলেন, “ওই যুবক তৃণমূল কর্মী কি না, তা খোঁজ নিয়ে দেখছি। আইন মতোই ব্যবস্থা নেওয়া হোক ওই যুবকের বিরুদ্ধে।”

দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর
এক বালককে বাঁচাতে গিয়ে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। নদিয়ার গাংনাপুরের বাসিন্দা মৃত প্রবীর আচার্য (৪৭) সশস্ত্র পুলিশের এএসআই পদে রানিতলা থানায় কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে রানিতলার হোসনাবাদে তাঁর মোটরবাইকের সামনে সাইকেল চালিয়ে চলে আসে এক বালক। তাকে বাঁচাতে গিয়েই মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান প্রবীরবাবু। মাথায় গুরুতর চোট নিয়ে প্রথমে তাঁকে লালবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁকে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম প্রমীলা মান্ডি (১৯)। রবিবার ভোরে নদিয়ার চাকদহে নতুনপাড়ায় ঘরের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সুইসাইট নোটে মৃতা কাউকেই তাঁর মৃত্যুর জন্য দায়ী করেননি। ঘটনার তদন্ত চলছে। অন্য দিকে, রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয় মাঝবয়সী এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে চাকদহের ধনিচায় থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তির গলায় কালো দাগ ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলে যোগ
প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে রবিবার শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। দলত্যাগকারীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার শেখ, ব্লক কংগ্রেসের সম্পাদক অখিল ঘোষ ও গ্রাম পঞ্চায়েত সদস্য আলিমুদ্দিন মিয়া প্রমুখ। মোজাম্মলের অভিযোগ, “সিপিএম বিরোধিতার মনোবল হারিয়েছে এই দল। তাই তৃণমূলে যোগ দেওয়া।” ব্লক কংগ্রেসের সভাপতি রজত দাস বলেন, “এতে দলের কোনও ক্ষতি হবে না।” এ দিনই সিপিএমের আব্দুল মতিন ও ফরওয়ার্ড ব্লকের রাজেন ঘোষ নামে দুই গ্রাম পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগ দেন।

বাজ পড়ে মৃত
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। শনিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময়ে বাড়ি ফিরছিলেন ইসলামপুরের সাইনুল ইসলাম (১৭)। সেই সময় বাজ পড়ে তাঁর মৃত্যু হয়। এই দিনই জমিতে চাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় জলঙ্গির রাজ্জাক শেখের(৫৮)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.