সেরেনার হাফসেঞ্চুরি
সংবাদসংস্থা • মাদ্রিদ |
হাফসেঞ্চুরির অভিনব উৎসব সেরেনার। ছবি: এএফপি |
ফাইনালে মারিয়া শারাপোভা জিতলেই বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরেনা উইলিয়ামসকে সরিয়ে এক নম্বর হতেন। উল্টে মাদ্রিদ ওপেনে রবিবার শারাপোভাকে ৬-১, ৬-৪ হারিয়ে সেরেনা পেশাদার টেনিস সার্কিটে তাঁর ৫০তম খেতাব জিতলেন। সেরেনার সঙ্গে ১৫ বারের সাক্ষাতে শারাপোভা কেবল ২-১৩ পিছিয়েই নেই। ২০০৪-এর পর এই লড়াইয়ে জয়ের মুখ দেখেননি টেনিসের সেরা গ্ল্যামার কন্যা। সেরেনাও অবশ্য ২০০২ ফরাসি ওপেনের দশ বছর পর লাল ক্লে কোর্টে প্রথম কোনও ট্রফি জিতলেন। মাদ্রিদ মাস্টার্সের পুরুষ ফাইনালে রাফায়েল নাদাল ৬-২, ৬-৪ ফেডেরারের দেশের ওয়ারিঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। প্রত্যাবর্তনের পর নাদালের এটা সপ্তম টুর্নামেন্টে পঞ্চম খেতাব। পরপর বার্সেলোনা আর মাদ্রিদে খেতাব জিতে ক্লে কোর্ট সম্রাট নাদাল ফরাসি ওপেনের প্রস্তুতিও সেরে রাখলেন।
|
তাঁর লাল ফেরারির চাকা ফিনিশ লাইন পার করার আগেই উৎসবটা শুরু হয়ে গিয়েছিল। তুলকালাম উত্তেজনা, গ্যালারি ভর্তি দর্শকের কানফাটা চিৎকার আর স্পেনের জাতীয় পতাকা নাড়ার মধ্যেই স্প্যানিশ গ্রাঁ প্রি জিতে নিলেন স্পেনের ঘরের ছেলে ফের্নান্দো আলোনসো! ফেরারির হয়ে এই প্রথম নিজের দেশের রেস জিতলেন। এবং আলোনসো বলছেন, “দেশের মাটিতে জিততে পারা সব সময়েই একটা অবিশ্বাস্য অনুভূতি। তার উপর আমার ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আর কী চাই!” এ দিন পাঁচে রেস শুরু করলেও প্রথম ল্যাপেই দারুণ চালিয়ে একে চলে আসেন এবং গোটা রেসে নিজের পজিশন ধরে রাখতে সফল হন। সার্কিট দে কাতালুনিয়ায় দ্বিতীয় স্থান পেলেন লোটাসের কিমি রাইকোনেন। তৃতীয় ফেরারির ফিলিপে মাসা। সেবাস্তিয়ান ভেটেল চতুর্থ হন। ফোর্স ইন্ডিয়ার পল ডি রেস্টা সপ্তম স্থানে শেষ করে দলকে ৬ পয়েন্ট দিলেও তেরো নম্বরে শেষ করে পয়েন্ট পেলেন না আদ্রিয়ান সুটিল।
|
নাম তুলে নিলেন পদক জয়ীরা |
ডোপিংয়ে ধরা পড়ার হাত থেকে বাঁচতে সদ্য শেষ হওয়া জাতীয় জুনিয়র কুস্তি থেকে ছয় পদক জয়ীর নাম তুলে নিল জাতীয় কুস্তি ফেডারেশন। এঁরা নাডাকে ডোপ পরীক্ষার নমুনা দেননি। শুধু পদক জয়ীরাই নন, জাতীয় টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক কুস্তিগিরই নাডাকে নমুনা দেওয়ার ব্যাপারটা এড়িয়ে যান। রাহুল মধ্যপ্রদেশের, আমিত দিল্লির, সন্দীপ ও সুনীল চণ্ডীগড়ের আর অনুপ ও মনজিত হরিয়ানার প্রতিনিধিত্ব করছিলেন। জাতীয় কুস্তি ফেডারেশন পরে এক বিবৃতিতে জানায়, “পবিষয়টি দুর্ভাগ্যজনক। ডব্লুএফআই-এর সভাপতির সঙ্গে আলোচনার পর তাঁদের পদক ও শংসাপত্র কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
|
চোটের জন্য আপাতত মাঠের বাইরে। শনিবার গরুমারায়
এসেছিলেন সপরিবার লক্ষ্মীরতন শুক্ল।—নিজস্ব চিত্র।
|
মাতৃ দিবসে মা শবনমের সঙ্গে যুবরাজ। ছবি টুইটার। |