মুকেশের বেতন সেই ১৫ কোটিই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এই নিয়ে টানা পাঁচ বার নিজের বার্ষিক বেতন ১৫ কোটি টাকাতেই বেঁধে রাখলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। সিএমডি হিসেবে গত অর্থবর্ষে তাঁকে ৩৮.৯৩ কোটি টাকা পর্যন্ত বেতন দেওয়ায় সায় দিয়েছিলেন সংস্থার শেয়ারহোল্ডাররা। কিন্তু আগের চার বছরের মতোই বেতন এক রাখায় প্রায় ২৪ কোটি কম নিয়েছেন তিনি। ২০০৭-’০৮ অর্থবর্ষে ৪৪ কোটি টাকা বেতন নিয়ে মুকেশই হন দেশের সর্বোচ্চ বেতনের শিল্পপতি। কিন্তু পরের বছর থেকে ওই অঙ্ক ১৫ কোটিতে বেঁধে রাখেন তিনি। সংস্থার বার্ষিক রিপোর্টে দাবি, আকাশছোঁয়া বেতন কিছুটা কমাতে কর্পোরেট দুনিয়ার শীর্ষ কর্তারা নিজেরাই যাতে উদ্যোগী হন, সেই লক্ষ্যেই ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের এই উদ্যোগ।
|
চার ব্যাঙ্কের শেয়ার বেচল আরআইএল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিজেদের শেয়ার বিক্রি করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আর আই এল)। স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কে অবশ্য অংশীদারি বাড়িয়েছে তারা। হাতের নগদ বা তার সমতুল্য টাকা রাখার ক্ষেত্রে এটি একান্তই সংস্থার সিদ্ধান্ত। কিন্তু আরআইএল ব্যাঙ্ক খুলতে আগ্রহী হওয়ায়, এই লগ্নি কৌশল ঢেলে সাজাকে গুরুত্ব দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। চার রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও নতুন করে টাকা ঢেলেছে আরআইএল। ৩০০ কোটি ঢেলেছে টাটা সন্সের ডিবেঞ্চারে। ৭৯১ কোটি রেখেছে অনিল অম্বানী গোষ্ঠীর মিউচুয়াল ফান্ডেও। |
সরাসরি ভর্তুকি নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার প্রকল্পের অঙ্গ হিসেবে এ বার জুনের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিজেদের শাখায় এটিএম খোলার নির্দেশ দিল কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে সরাসরি ভর্তুকির টাকা পাওয়ার বিষয়টি চালু হওয়ার কথা আরও ৭৮টি জেলায় (আগেই হয়েছে ৪৩টিতে)। তার আগেই দেশের ওই ১২১টি জেলার শাখাগুলিতে এটিএম খুলতে হবে। অর্থ মন্ত্রকের নির্দেশ, ৩০ জুনের মধ্যে প্রকল্পভুক্ত গ্রাহকের হাতে তুলে দিতে হবে এটিএমে ব্যবহারের ডেবিট কার্ডও। |
ভোডাফোন, নোকিয়া, শেলের পর বকেয়া করের নোটিস পেল ডব্লিউএনএস-ও। ব্রিটিশ বিপিও আভিভা কেনার দরুন আরও ৫৫৭ কোটি টাকা কর দিতে বলা হয়েছে বহুজাতিকটিকে। যদিও এর বিরুদ্ধে আদালতে গেছে তারা। |