গ্রেফতার জামাত নেতা
সংবাদসংস্থা • ঢাকা |
যুদ্ধাপরাধের অভিযোগে রবিবার বাংলাদেশের জামাতে ইসলামি নেতা একেএম ইউসুফকে গ্রেফতার করল র্যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির দেড় ঘণ্টার মধ্যে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ইউসুফ গণহত্যা, হত্যা, লুঠ, জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছিলেন বলে অভিযোগ। গ্রেফতারের পরে ইউসুফকে ধানমন্ডি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
সীমান্ত পেরোতে গিয়ে
সংবাদসংস্থা • কাবুল |
অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন বেশ কয়েক জন আফগান। সে সময় ১০ জনকে গুলি করে মারে ইরানের সীমান্ত রক্ষীরা। জখম ১২ জন। রবিবার এই কথা জানিয়েছেন কাবুলের আধিকারিকরা। কাজ পাওয়ার আশায় প্রতি বছর হাজার হাজার আফগান অবৈধ ভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন। শুক্রবার রাতেও প্রায় ২০০ জন আফগান অবৈধ ভাবে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় এই কাণ্ড ঘটে।
|
মুখ খুললেন মুবারক
সংবাদসংস্থা • কায়রো |
গ্রেফতার হয়েছিলেন দু’বছর আগে। তার পর এই প্রথম জনসমক্ষে মুখ খুললেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। স্থানীয় একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ৮৫ বছরের হোসনি মুবারক জানিয়েছেন, দেশের অবস্থা বিশেষ করে গরিবদের দুরবস্থা দেখে তিনি আতঙ্কিত। ব্যাপক গণবিক্ষোভের কারণে ২০১১ সালে গদি যায় মুবারকের। হত্যালীলা চালানোর দায়ে গ্রেফতার হন ওই বছরেই।
|
পালাল ৮ বন্দি
সংবাদসংস্থা • কাঠমাণ্ডু |
সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালাল আট বন্দি। শনিবার মধ্যরাতে নেপালের রোলপা জেলার ঘটনা। পলাতক বন্দিরা ধর্ষণ, ডাকাতির মতো অপরাধের ঘটনায় সাজাপ্রাপ্ত। পলাতকদের খোঁজে নেপাল জুড়ে শুরু হয়েছে জোর তল্লাশি। |