মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে রবিবার জয়ী হল সেল আইএসপি। আসানসোল রেলমাঠের এই খেলায় তারা ৩ উইকেটে সানডে সিএকে হারায়। প্রথমে ব্যাট করে সানডে ৫৭ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে রান তুলে নেয় আইএসপি। এ দিনই আসানসোল স্টেডিয়ামে আসানসোল সিএকে ৮ উইকেটে হারায় রাধানগর সিএ। প্রথমে ব্যাট করে আসানসোল ৭৯ রান করে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় রাধানগর।
|
ডামড়া ইউসি আয়োজিত নৈশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল রানিসায়র ক্লাব। শনিবার ডামড়া স্কুল মাঠে বার্নপুর জয় মা কালী ক্লাবকে তারা ১৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে রানিসায়র ৪ উইকেটে ৪৮ রান করে। জবাবে ৩৪ রানের বেশি করতে পারেনি বার্নপুর। ম্যাচের সেরা বিজয়ী দলের রাহুল বন্দ্যোপাধ্যায়। এতে ৪৮টি দল যোগ দিয়েছিল।
|
বর্ধমান জেলা ভলি বল ও বাস্কেটবল পরিচালন সংস্থার পরিচালনায় প্রথম ডিভিশন বাস্কেটবল লিগের সুপার ফোর পর্বে পর পর দু’টি ম্যাচে জিতল জাতীয় সঙ্ঘ। প্রথম ম্যাচে তারা ৭০-৬২ পয়েন্টে শিবাজী সঙ্ঘকে ও পরের ম্যাচে ৭১-৬১ পয়েন্টে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে হারায়। তবে যথেষ্ট ভলিবলার না থাকার কারণে সাঁই প্রশিক্ষণ কেন্দ্র সুপার ফোরে উঠেও খেলছে না। |