আজকের শিরোনাম
পাক প্রধানমন্ত্রিত্বের লক্ষ্যে নওয়াজ, জোট সরকারের দিকে পাকিস্তান
১৪ বছর পর পাকিস্তানে ফের ক্ষমতা দখলের পথে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত নওয়াজ শরিফের দল পিএমএল(এন)। যদিও জোট সরকার গঠনের দিকেই এগোচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেমব্লি-র ৩৪২টি আসনের মধ্যে ২৭২টি আসনে লড়াই হয়েছে এই নির্বাচনে। মোট ৯ কোটি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দুপুর ১২টা পর্যন্ত পাওয়া খবর
ইতিমধ্যেই সারগোডা আসন জিতে গিয়েছেন নওয়াজ শরিফ। ১২৬টিরও বেশি আসন দখল করতে চলেছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল(এন)। দ্বিতীয় স্থানে রয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ৩৭টি আসনে এগিয়ে ইমরানের দল। ইমরান নিজে জিতেছেন পেশোয়ার থেকে। তৃতীয় স্থানে বর্তমানে ক্ষমতাসীন জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি ৩৫টি আসনে এগিয়ে থাকলেও বিপুল ভোটে হারের মুখে জারদারি স্বয়ং। অন্যান্য দল এগিয়ে ৬১টি আসনে।

দুপুর ১২.৩৫ পর্যন্ত পাওয়া খবর
১৩০টি আসনে এগিয়ে নওয়াজ শরিফের দল পিএমএল(এন)। গদি হারাতে চলেছে ক্ষমতাসীন জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

দুপুর ১.৪০ পর্যন্ত পাওয়া খবর
৪টি প্রাদেশিক আইনসভার নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। এর মধ্যে পাক-পঞ্জাবে এগিয়ে পিএমএল(এন)। সিন্ধ প্রদেশে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং খাইবার পাখতুনওয়া-এ এগিয়ে তেহরিক-ই-ইনসাফ। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ নেওয়ার জোর জল্পনা।

দুপুর ২.১০ পর্যন্ত পাওয়া খবর
১১৮টি আসনে জয়ী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল(এন)। ৩২টি আসন দখল করে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ ইমরাম খানের দল তেহরিক-ই-ইনসাফ।

সন্ধে ৬.১৫ পর্যন্ত পাওয়া খবর
নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক আসনেই এগিয়ে পিএমএল(এন)। এখনও পর্যন্ত ১২৫টিরও বেশি আসন দখলের দিকে এগোচ্ছে নওয়াজ শরিফের দল পিএমএল(এন)। তেহরিক-ই-ইনসাফ-এর দখলে এসেছে ৩৪টি এবং জারদারির পিপিপি-র লাভ ৩২টি করে আসন।

ভোটগণনা জারি থাকলেও এখনও পর্যন্ত পাওয়া ফলাফলের ভিত্তিতে নিশ্চিত ভাবেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নওয়াজ শরিফ। উচ্ছ্বসিত দলীয় সমর্থকদের সঙ্গে ইতিমধ্যেই লাহৌরে জয়ের আনন্দে মেতেছেন নওয়াজ শরিফ। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পিএমএল(এন) এই ফলাফলে রাজধানী ইসলামাবাদ-সহ পাকিস্তান জুড়ে উল্লাসে মেতেছেন নওয়াজ-অনুগামীরা। কিন্তু এখনও ১৩৭ আসনের ‘ম্যাজিক ফিগার’-এ পৌঁছতে পারেনি পিএমএল(এন)। ফলে ক্রমশই জোরালো হচ্ছে জোট সরকার গড়ার সম্ভাবনা। বিশেষজ্ঞদের ধারণা সেক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ-এর সঙ্গে হাত না-মিলিয়ে জামাতে উলেমা-ই-ইসলামের মতো দল ও বেশ কয়েক জন নির্দল প্রার্থীদের নিয়ে জোট সরকার গঠন করতে পারে সম্ভাব্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এমনকি জারদারির পিপিপি-র সঙ্গেও হাত মেলাতে পারেন তিনি।
পাক নির্বাচনী ফলাফলের গতিবিধির দিকে নজর রেখেছে ভারতও। বিদেশমন্ত্রী সলমন খুরশিদ জানিয়েছেন, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদে এলে ভারতের সঙ্গে সম্পর্ক ভাল হবে পাকিস্তানের। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর হতে চলেছে।

ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় মৃত ৩, আহত ১
ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর। আহত হয়েছেন ১ জন। জব্বলপুর থেকে ১৩ কিলোমিটার দূরে মারেঙ্গা গ্রামে দূরদর্শনের একটি টাওয়ারও উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে পুলিশবাহিনী।
অপরদিকে, সুকমায় সিআরপিএফ ক্যাম্পেও মাওবাদীরা হামলা চালায়। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। হামলায় আশঙ্কাজনক অবস্থা ১ সিআরপিএফ জওয়ানের।

ক্যানিং ও পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত ৩, আহত ৪
ক্যানিং-এ মাতলা নদীর ব্রিজের কাছে গাড়ি-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জিতেন হালদার নামে ৭৫ বছরের এক বৃদ্ধের। বরযাত্রী-সহ ওই গাড়িটি একটি ডাম্পারে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক। সামনে থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে, পুরুলিয়ায় এক পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতির। আড়শা থানার কোরাং এলাকায় লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বোকারো থেকে টাটানগর যাচ্ছিল ওই গাড়িটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ওই ২ জন।

বাদুরিয়ায় গ্রেফতার প্রধান শিক্ষক
বাদুরিয়ার আটঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের মিড ডে মিল-এর টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। ধৃত প্রধান শিক্ষকের নাম দেবব্রত মুখোপাধ্যায়।

চাকদহে উদ্ধার যুবকের দেহ
চাকদহ থানায় ধনিচা স্কুলের কাছে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হল। ওই যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্যত্র খুন করে দেহটি ধনিচায় ফেলে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.