টুকরো খবর |
তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত ৬
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ হল বর্ধমানের মাধবডিহির পশরা গ্রামে। শনিবার সন্ধ্যের ঘটনা। জেলা পুলিশ সুপার মহম্মদ সৈয়দ হোসেন মির্জা জানান, দু’পক্ষেরই তিন জন করে আহত হয়েছেন। তাঁদের বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনায় সিপিএমের জেলা সম্পাদক অমল হালদার বলেন, “এ দিন বর্ধমানের টাউন হলে বামফ্রন্টের একটি সভায় গ্রামের পুরুষেরা চলে আসে। এই সুযোগে পাশের ত্রিফলদহ গ্রামের তৃণমূলের লোকজন এসে গ্রাম দখলের চেষ্টা করে। তাদের বাধা দিতে গিয়ে ছ’জন মহিলা ও বছর বারোর এক কিশোর আহত হয়েছে। তবে রায়নার তৃণমূল নেতা শৈলেন্দ্রনাথ সাঁই বলেন, “সিপিএমের লোকেরা ওই গ্রামে থাকা আমাদের সমর্থকদের আক্রমণ করে। তার পরিণতিতেই এই ঘটনা।”
|
বোরো চাষে জল নেই, নলকূপের দাবি নতুনগ্রামে |
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
পানীয় জল থেকে চাষাবাদ, সবেরই ভরসা একটি গভীর নলকূপ। কোনও কারণে সেটি অকেজো হয়ে পড়লে মাথায় হাত পড়ে যায় গ্রামবাসীর। বুদবুদের মানকর পঞ্চায়েতের নতুনগ্রামের হাল এমনই। বাসিন্দাদের দাবি, তাঁদের অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল। গ্রামে সেচের কোনও ব্যবস্থা না থাকায় একটি নলকূপের ভরসাতেই চলে কৃষিকাজ। কিন্তু গরমে সেই জল বোরো ধান বা অন্যান্য চাষের ক্ষেত্রে অপর্যাপ্ত হওয়ায় আরেকটা নলকূপের জন্য পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। গলসী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বিষ্ণু বলেন, “গ্রামবাসীদের তরফে থেকে আমার কাছে যদি এ ধরণের দাবি জানানো হয়, তাহলে আমি মানকর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলব।” গ্রামবাসী শেখ নুর আলম, হাসেম খান, কাদের খান, সেলিম খানরা জানান, জলের যোগান না থাকায় এলাকার ২৫-৩০ একর জমিই অনাবাদী পড়ে রয়েছে। ফলে চাষিদের ক্ষতি তো হচ্ছেই, সঙ্গে যাঁরা দিনমজুরের কাজ করেন কাজ জুটছে না তাঁদেরও। এছাড়া এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় একশো দিনের কাজ হয়না।
ফলে বছরের ন্যুনতম কাজটুকুও পাননা তাঁরা। তারসঙ্গে ঠিকমতো চাষের কাজও না করতে পারায় রোজগারে টান পড়ছে তাঁদের।
|
ধরা হয়েছে নির্দোষদের, দাবি বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
|
সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে উত্তপ্ত হয়ে উঠেছিল রানিগঞ্জ। ক্ষিপ্ত জনতা পুলিশের জিপে আগুন লাগানো থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। কিন্তু আসানসোল জেলা বিজেপির দাবি, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কিছু ‘নির্দোষ ব্যক্তি’কে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে শুক্রবার বিজেপির জেলা সম্পাদক সভাপতি সিংহের নেতৃত্বে একটি স্মারকলিপি দেওয়া হয় পুরপ্রধান অনুপ মিত্রের হাতে। তাঁর দাবি, “পুলিশ অভিযানের আতঙ্কে ১০টি পরিবার ঘরছাড়া।” এ দিন পুরপ্রধানকে জানানো হয়, বাসিন্দাদের নিরাপত্তা দিতে পুরপ্রশাসন দায়বদ্ধ। নির্দোষদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর প্রত্যাহার করতে হবে। জামিনের ব্যবস্থা করতে হবে। বিজেপির আরও দাবি, যে পরিবারগুলি ঘর ছেড়েছে, তাদের ফিরিয়ে আনতে পুলিশের সঙ্গে আলোচনার দায়িত্ব পুরপ্রধানকেই নিতে হবে। অনুপবাবু বলেন, ঘটনার তদন্ত চাই। পুলিশ জানায়, দাবি ভিত্তিহীন।
|
লরির ধাক্কায় মৃত্যু ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরির ধাক্কায় মৃত্যু হল এনআইটি-র এক পড়ুয়ার। পুলিশ জানায়, মৃতের নাম শুভাঞ্জন চক্রবর্তী (২২)। বৃহস্পতিবার রাতে ২ নম্বর জাতীয় সড়ক থেকে শহরে ঢোকার সময়ে দুর্গাপুরের গাঁধী মোড়ের কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। তিনি হস্টেলে থাকতেন। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সিটি সেন্টারের রিকল পার্কের কাছে তাঁর মোটরবাইকে একটি লরি ধাক্কা মারে। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। পথেই মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটি আটক করে থানায় নিয়ে যায়। চালক পলাতক। নিয়ম অনুযায়ী, রাত ৯টার পরে পড়ুয়াদের বাইরে থাকার কথা নয়। তাই প্রশ্ন উঠেছে, শুভাঞ্জন অত রাতে কী ভাবে বাইরে ছিলেন? এনআইটির শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা ডিন গৌতম সান্যাল জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।
|
নজরুল মেলা শুরু ২৬ মে |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কবি নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়া গ্রামে সাত রাত ব্যাপী মেলা শুরু হচ্ছে কবির জন্ম দিন, ২৬ মে থেকে। নজরুল অ্যাকাডেমির পরিচালনায় এই মেলার প্রথম দিন ‘নজরুল দিবস’ হিসেবে ঘোষিত হয়েছে। অন্যান্য দিনের নামকরণ করা হয়েছে কবি সাহিত্যিক ও মনীষীদের নামে। ২৯ মে ও ৩০ মে কবির পুত্রবধূ ও নাতনি খিলখিল কাজি মেলায় থাকবেন। ৩১ মে রয়েছে পূরবী মুখোপাধ্যায়ের গানের অনুষ্ঠান। নজরুল অ্যাকাডেমির সম্পাদক মোজাহার হোসেন জানান, এই মেলা মঞ্চ থেকে বাংলাদেশের পাঁচ জন শিল্পী-সহ মোট সাত জনকে সংবর্ধনা জানানো হবে। এ বছর ৩৫ বছর পেরোবে মেলা। প্রায় ৩০০ শিল্পী যোগ দেবেন অনুষ্ঠানে।
|
কিশোরীর ঝুলন্ত দেহ আবাসনে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সেন্ট্রাল অ্যাভিনিউ রোডের একটি আবাসন থেকে টিয়া বাউড়ি (১৮) নামে ওই কিশোরীর দেহ পাওয়া যায়। তাঁর বাড়ি কাঁকসায়। পুলিশ জানায়, ওই কিশোরী ডিএসপির এজিএম জে কে বিশ্বাসের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। এ দিন দুপুরে এজিএম ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ফিরে এসে ওই পরিচারিকার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তাঁরাই পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
|
জয়ী আসানসোল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে শুক্রবার জয়ী হল আসানসোল সিএ। আসানসোল রেল মাঠের এই খেলায় তারা শান্তিদেবী সিসিকে ৪০ রানে হারায়। আসানসোল প্রথমে ৮ উইকেটে ১২৭ রান করে। জবাবে ৮৭ রানেই শেষ হয়ে যায় শান্তিদেবী। এ দিনই অমিত মজুমদার সিসিকে ১৬৩ রানে হারায় রাধানগর এসি। প্রথমে ব্যাট করে রাধানগর ১৯৫ রান করে। জবাবে ৩২ রানে শেষ হয় অমিত মজুমদার।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রবীন্দ্র স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রানিগঞ্জের গির্জাপাড়ায়। শহরের প্রমীলা সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন একশোরও বেশি খুদে ও বড় শিল্পীরা।
|
কবাডি প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে তিনদিনের কবাডি প্রতিযোগিতা শুরু হল আসানসোলে। আয়োজক সংস্থার সম্পাদক অমল সরকার জানান, এতে যোগ দিয়েছে ৫টি দল। |
|