হাসপাতালে নিগ্রহের নালিশ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
হাসপাতালে চিকিৎসা করাতে আসা দুর্ঘটনায় জখম দুই ব্যক্তিকে নিগ্রহ করার অভিযোগ উঠল পুরুলিয়া সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রাতের ঘটনা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। পুরুলিয়ার জয়পুরের রহড়দাগা গ্রামের ধনঞ্জয় বাউরি ও স্থানীয় মুকুন্দপুরের সুকুমার হাজরা সোমবার মোটরবাইক দুর্ঘটনায় জখম হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অভিযোগ, “বুধবার বিকেলে তাঁরা হাসপাতালের অন্যত্র এক্স-রে করাতে গিয়েছিলেন। ওই চিকিৎসক আমাদের দেখতে না পেয়ে ওয়ার্ড থেকে ফিরে যান। নার্সদের খবর দেওয়ায় ওই চিকিৎসক এসে বিরক্তি প্রকাশ করে আমাদের ধাক্কা দেয় ও লাথি মারে।” ওই চিকিৎসকের সঙ্গে কথা বলা যায়নি। হাসপাতাল সুপার নীলাঞ্জনা সেন বলেন, “ঘটনার কথা শুনেছি। তদন্ত হবে।’’
|
খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু শিশুর, অসুস্থ ৫
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হল এক শিশুর। মোহনপুরের পারই গ্রামে মঙ্গলবার একটি পরিবারের ছ’জন অসুস্থ হয়ে পড়েছিলেন। না-সারায় বৃহস্পতিবার সকালে অসুস্থ ছ’জনকে মোহনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে এগরার এক নাসির্ংহোমে নিয়ে যাওয়া হয় বছর চারেকের দেবব্রত প্রধানকে। সেখানেই তার মৃত্যু হয়। বাকি অসুস্থ পাঁচ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মোহনপুরের বিএমওএইচ অনিল বাস্কে বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই পেট ব্যথা, জ্বরের মতো উপসর্গ হচ্ছে।” |