তৃণমূলের দফতরে ঢুকে ব্লক সভাপতি এবং এক শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গত বুধবার রাতে ঘটনাটি ঘটে মালবাজার শহরের ঘড়িমোড় লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম বাপন ঘোষ। নিউ মাল এলাকায় বাড়ি। তিনি রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। তিনি মালবাজার ব্লক সভাপতি শুভাশিস ঘোষ এবং শ্রমিক সংগঠনের সম্পাদক বেথুন বিকাশ দে’কে মারধর করেন বলে অভিযোগ। ধৃতের দাবি, তাঁকে দফতরে এনে মারধর করে মিথ্যা মামলা করা হয়েছে। গত বুধবারই বেথুনবাবু রাঙামাটি পঞ্চায়েতের শ্রম দফতরের অসংগঠিত শ্রমিকদের চেক বিলি কর্মসূচিতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন। বেথুনবাবু বলেন, “দুর্নীতির কথা নানা স্তরে জানানো হয়েছে। দুর্নীতিতে বাপন ঘোষ যুক্ত। এটা জানাজানি হতেই বাপন রাতে দলীয় দফতরে এসে হামলা চালায়।” ঘটনার পর ধৃতের বাবা রঞ্জিৎ ঘোষ ছেলে পাল্টা মারধরের অভিযোগ করেন। বাপনবাবু বলেন, “পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হবে।” মালবাজারের মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস বলে, “চেক বিলি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করা হবে।”
|
পরীক্ষা চলাকালীন ক্লাসে ঢুকে ভাঙচুরে অভিযুক্ত ছাত্র পরিষদ নেতাকে পুলিশ গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার আলিপুরদুয়ার কলেজের বিএ পার্ট-টু’র পরীক্ষা চলাকালীন ভাঙচুর ও এক শিক্ষকের উপর হামলা হয়। এসএফ আইয়ের দাবি, অভিযুক্ত ছাত্র পরিষদ নেতা আলিপুরদুয়ারে ঘুরে বেড়ালেও পুলিশ খুঁজে পাচ্ছে না। আলিপুরদুয়ার থানার আইসি মলয় মজুমদার জানান, কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শ্যামল মল্লিকের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত কলেজে ভাঙচুর চালান বলে অভিযোগ করেছেন। তল্লাশি চালিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “আগামী পরীক্ষায় যাতে পর্যাপ্ত পুলিশ থাকে সেজন্য প্রশাসনকে জানানো হয়েছে।” ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “শ্যামল মল্লিক আগে ছাত্র পরিষদ করতেন। এখন তিনি সংগঠনের কেউ নন।”
|
দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বৃহস্পতিবার শুরু হল তৃণমূল সরকারের দুই বছরের সাফল্য মেলা। জেলা খাদ্য ও সরবরাহ দফতর মেলার আয়োজক। এ দিন তৃণমূলের আইন পরিষদীয় সচিব বিপ্লব মিত্র-সহ নেতৃবৃন্দ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে মেলার সূচনা হয়। টানা ১৩ দিন ব্যাপী এই মেলা পরিচালনায় খাদ্য দফতরের খরচ হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকা। মেলা প্রাঙ্গনে নানা সরকারি দফতরের ২৮টি স্টল বসেছে। রোজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উন্নয়ন নিয়ে প্রচারের উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।
|
বিধাননগর পঞ্চায়েত এবং স্থানীয় ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবলে বৃহস্পতিবার জয়ী হল ট্যালেন্ট মিডিল ক্লাস কোচিং সেন্টার। এ দিন তারা প্রতিদ্বন্দ্বী মেরিভিউ টি এস্টেট দলকে ১-০ গোলে হারিয়েছে। গোল দিয়েছেন অনিমেষ রায়। আজ, শুক্রবার এনএম স্পোর্টিং খেলবে মতিধর টি এস্টেট দলের সঙ্গে। |