দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়দের গ্র্যান্ডমাস্টার ক্লাবে বৃহস্পতিবার ঢুকে পড়ল আরও এক বাঙালির নাম! বাংলা থেকে ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হলেন সপ্তর্ষি রায়চৌধুরি! বুধবার রাতে নরওয়ের স্টেভেনজার ওপেনে, সে দেশেরই
|
সপ্তর্ষি রায়চৌধুরি। |
ফ্রেডরিক জেকোবসেনের বিরুদ্ধে জয় পান সপ্তর্ষি। একই সঙ্গে ২৫০০ এলো রেটিং-ও টপকান তিনি। এবং তিনটি নর্ম পেয়ে বাংলার নতুন গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রীতিমতো উচ্ছ্বসিত। নরওয়েতে সপ্তর্ষির সঙ্গে যোগাযোগ করা হলে বললেন, “আমার এত দিনের প্রতীক্ষা শেষ হল। শেষ পর্যন্ত গ্র্যান্ডমাস্টার হওয়ার তিনটে নর্ম পার করতে পেরেছি! আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হল আজ!” ২০০৪ সালে ইন্টারন্যাশনাল মাস্টার হন সূর্যশেখর-নীলোৎপল-সন্দীপনদের সমসাময়িক সপ্তর্ষি। এর পর অবশ্য বিভিন্ন কারণে নিজের ছন্দে ছিলেন না। শেষ দু’তিন বছরে আবার উঠে দাঁড়িয়েছেন। আর নরওয়ের টুর্নামেন্টে নিজের সেই অধ্যাবসায়ের সেরা পুরস্কার পেলেন গড়িয়ার ছেলে।
|
টেনিস মহলে জল্পনাটা ছিলই। কিন্তু সার্কিটের ‘বেবি ফেডেরার’-এর সঙ্গে টেনিসের গ্ল্যামার রানির গভীর অনুরাগের সম্পর্কটা এমন ভাবে প্রকাশ্যে আসেনি এতদিন। যেমনটা দেখা গেল বৃহস্পতিবার, মাদ্রিদের রাস্তায়। বুধবার নোভাক ডকোভিচকে হারিয়ে সাড়া ফেলেছিলেন বুলগেরিয়ার উদীয়মান তারকা গ্রিগর দিমিত্রভ ওরফে বেবি ফেডেরার। সম্ভবত সেই জয় সেলিব্রেট করতেই একুশের গ্রিগরের সঙ্গে হাত ধরাধরি করে মাদ্রিদের অলিগলি মাড়িয়ে রোমান্টিক ওয়াক-এ বেরিয়েছিলেন ছাব্বিশের মারিয়া শারাপোভা। এবং দুনিয়ার পরোয়া না করে দু’জনে বুঁদ হয়ে ছিলেন একে অপরকে নিয়ে। কখনও আলিঙ্গন বদ্ধ, কখনও চুম্বনরতনিজেদের আবেগ আড়াল করার কোনও চেষ্টাই ছিল না তাঁদের। এক ব্রিটিশ ট্যাবলয়েড তো সেই সব মুহূর্তের ছবি পর্যন্ত তুলে ছেপে দিয়েছে। ট্র্যাক স্যুট এবং ক্যাজুয়ালস পরা দুই তারকার একান্ত অন্তরঙ্গ সব ছবি-সহ খবরটা বেরোতেই হইচই পড়ে যায়। রাশিয়া থেকে আমেরিকা, দিনভর এই নিয়েই সরগরম ছিল সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ক’দিন আগেই এক ইন্টারনেট প্রশ্নোত্তর পর্বে শারাপোভাকে তাঁর এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, “তুমি কি দিমিত্রভকে ডেট করছ?” শারাপোভার জবাব ছিল, “ফানি ইউ আসক!” মাদ্রিদের রাস্তায় এ দিন অনুরাগীদের সব জিজ্ঞাসার জবাব দিয়ে দিলেন রুশ সুন্দরী।
|
গোড়ালির চোটে প্রায়ই ভুগছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না, তা অনিশ্চিত। সারের হয়ে ইংলিশ কাউন্টি মরসুম শেষ করে দেশে ফিরে সম্ভবত তাঁকে অপারেশন টেবলে উঠতে হতে পারে। তা যদি হয়, তা হলে তাঁর পক্ষে এই টুর্নামেন্টে খেলা কোনও মতেই সম্ভব নয়। জাক কালিস এর আগেই জানিয়ে দিয়েছেন, তিনি খেলতে পারবেন না। এ বার যদি স্মিথকেও না পায় দক্ষিণ আফ্রিকা, তা হলে সেটা গ্যারি কার্স্টেনের দলকে যে বড় ধাক্কা দেবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
|
দ্বিতীয় রাউন্ডেই হার সানিয়া মির্জা ও তাঁর পার্টনার বেথানি ম্যাটেক স্যান্ডের। মাদ্রিদ ওপেন থেকে এই পঞ্চম বাছাই জুটিকে ছিটকে দিতে পাভলিউচেঙ্কো-সাফারোভা জুটি নিল এক ঘন্টা দশ মিনিট। ফল ৭-৫, ৬-১। সারা ম্যাচে আটবার ব্রেক পয়েন্ট পান সানিয়ারা। তার মধ্যে মাত্র দু’টি কাজে লাগাতে পারেন। ছ’বার সার্ভিস খোয়ান তাঁরা। অর্থাৎ, ফরাসি ওপেনের প্রস্তুতির জন্য আর মাত্র দু’টি টুর্নামেন্ট পাচ্ছেন সানিয়ারা। রোম ও ব্রাসেলস। তার পর ২৬ মে থেকে রোলাঁ গারোয় বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম।
|
এ বার রূপালি পর্দায় মেসি। বিশ্বসেরা ফুটবল তারকা নিজে অবশ্য দেখা দেবেন না, তাঁর জীবন নিয়ে হলিউডে তৈরি হবে ছবি, যা মুক্তি পাবে ২০১৪-র বিশ্বকাপ ফুটবলের শুরুর সময়েই। লুকা কায়োলির লেখা মেসির জীবনী ‘মেসি: দ্য ইনসাইড স্টোরি অফ দ্য বয় হু বিকেম আ লিজেন্ড’ অবলম্বনেই তৈরি হবে এই ছবি। পরিচালক, প্রযোজকদের মধ্যে আপাতত কথাবার্তা চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ। অনেকটা সিলভেস্টার স্ট্যালোনের ‘রকি’-র ধাঁচে হবে ছবিটি। মূলত মেসির ছোট থেকে বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে।
|
বাংলাদেশের ক্যাপ্টেনের পদ থেকে ইস্তফা দিচ্ছেন মুশফিকুর রহমান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে এবং সিরিজ হারার পরই তাঁর এই সিদ্ধান্ত। বেশ নাটকীয় ভাবে এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান সহ-অধিনায়ক মাহমুদুল্লা। বুলাওয়াতে সাংবাদিক বৈঠক মাহমুদুল্লা করেন। তা শেষ হয়ে যাওয়ার পর হাত তুলে মুশফিকুর বলেন, “এ বার আমার একটা কথা বলার আছে। শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচের পর পর আমি নেতৃত্ব ছেড়ে দিচ্ছি।” তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা মুশফিকুরের পাশেই রয়েছেন। ম্যানেজারের রিপোর্ট দেখে তবেই তাঁরা সিদ্ধান্ত নেবেন মুশফিকুরের ইস্তফা গ্রহণ করা হবে কি না।
|
চাপ দিয়ে, পাঁচ দেশের টেস্ট ক্যাপ্টেনদের দিয়ে দ্বিতীয়বার ভোট করিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র ক্রিকেট কমিটিতে টিম মে-কে সরিয়ে লক্ষ্মণ শিবরামকৃষ্ণনকে ঢুকিয়েছে, এমন অভিযোগে গত কয়েক দিন ধরে সরগরম ক্রিকেট বিশ্ব। কিন্তু এই অভিযোগ অস্বীকার করল আইসিসি। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকাও আইসিসি-র কাছে চিঠি দিয়ে বিষয়টির তদন্ত দাবি করেছে। আইসিসি সেই দাবি বিবেচনা করে দেখলেও জানিয়ে দিয়েছে, এই অভিযোগ সম্পুর্ণ মিথ্যা এবং সংবিধান মেনেই দ্বিতীয়বার ভোট নেওয়া হয়েছে। তাদের যুক্তি, যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন এবং এর স্বপক্ষে কোনও প্রমাণ নেই বলে তা মেনে নেওয়া অসম্ভব।
|
ভারতীয় দল থেকে বাদ পড়া তিন তারকা গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ ও বীরেন্দ্র সহবাগের জন্য প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক প্রধান কৃষ্ণামাচারি শ্রীকান্তের দাওয়াই, “ঘরোয়া ক্রিকেটে ওদের ভাল পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে ফিরতে হবে। সেজন্য ওদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এমন প্রত্যাবর্তন আগেও দেখেছি আমরা। ওদেরও এ ভাবেই ফিরে আসতে হবে। আমার বিশ্বাস, ওরা এ ভাবে ফিরে আসতে পারবে।” |