টুকরো খবর |
আজ চালু হচ্ছে পুরীগেট উড়ালপুল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ, শুক্রবার থেকে খড়্গপুর শহরের পুরী গেট নব নির্মিত উড়ালপুলটি চালু হচ্ছে। রেলের পক্ষ থেকে উড়ালপুলে নোটিস দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুরী গেটে উড়ালপুল তৈরির দাবি ছিল খড়্গপুরবাসীর। ঘনঘন ট্রেন চলাচলের কারনে প্রতিদিনই পুরী গেটে লেভেল ক্রসিংয়ে আটকে পড়তে হত সাধারণ মানুষকে। ওই রাস্তা দিয়ে খড়্গপুর আইআইটি-র পাশাপাশি প্রেমবাজার, ডিভিসি, রবীন্দ্রপল্লী সহ খড়্গপুরের বেশ কয়েকটি এলাকার মানুষ যাতায়াত করেন। |
নির্মাণকাজ শেষ। উদ্বোধনের অপেক্ষায় উড়ালপুল। —নিজস্ব চিত্র। |
এছাড়াও ওই পথেই কেশিয়াড়ি ও নয়াগ্রাম যেতে হয়। লেভেল ক্রসিংয়ে নিত্য যানজট তৈরি হত। তাই লেভেল ক্রসিংয়ের দাবিতে বারেবারেই আন্দোলন হয়েছিল। আইআইটি-র পক্ষ থেকেও এই দাবি জানানো হয়, অর্থ সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়। এক সময় রাজ্য সরকার, রেল ও আইআইটি-র মধ্যে আলোচনা সাপেক্ষে ওই উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবারই রেলের পক্ষ থেকে পুরী গেটে নোটিস দেওয়া হয়েছে আজ, শুক্রবার থেকে উড়ালপুল চালু হবে।
|
ট্রেনের তলায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃত তপনকুমার দাসের (৪৩) বাড়ি খড়্গপুর লোকাল থানা এলাকায়। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মাদপুর স্টেশনের কাছে। |
|