হুমগড় থেকে গোয়ালতোড়ের দিকে এগোতে শুরু করেছে হাতির দল। দু’টি দলে ভাগ হয়ে তারা এগোচ্ছে। বৃহস্পতিবার বিকেলে একটি দল ছিল নয়াবসত রেঞ্জের গোটসিমলায়। অন্য দলটি মহালিসাই রেঞ্জের ডুলিয়ায়। যাতায়াতের পথে ধানের থেকে বেশি তিল চাষের ক্ষতি করছে বলে বন দফতর সূত্রে খবর। ওই সব এলাকায় প্রচুর পরিমাণে তিল চাষ হয়। রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “যাতায়াতের পথে হাতির দল কিছু ক্ষয়ক্ষতি করছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” দলমা থেকে আসা প্রায় দেড়শোটি হাতির দল আগে বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিল। গত সপ্তাহে সেখান থেকেই প্রায় ৬০টি হাতি গড়বেতার ধাদিকা বিটের অন্তর্গত খড়িকাশুলির জঙ্গলে ঢুকে পড়ে। পরে আমলাগোড়া হয়ে তারা যায় হুমগড়ের জঙ্গলে। যে হাতিগুলো এখনও বিষ্ণুপুরে রয়েছে, চলতি সপ্তাহের মধ্যে সেগুলোও সীমানা পেরিয়ে এ জেলায় ঢুকে পড়বে বলে অনুমান বন দফতরের।
|
সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক মহিলার । তাঁর নাম মঞ্জু বাগদি (৩২)। বাড়ি বুদবুদ থানার বীরসিংহ গ্রামে। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বাড়ির একটি ঘরে বুধবার রাতে ঘুমিয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাঁকে দংশন করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। |