|
|
|
|
শুধু তোমার বাণী... |
রবীন্দ্র-স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রবীন্দ্র-জন্মোৎসবে মাতল ঝাড়খণ্ড। রাজ্যের বাঙালি মহল্লাগুলিতে আজ সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। প্রভাত ফেরিতে রবীন্দ্রসঙ্গীত, আড্ডায় কবিগুরুর জীবনের গল্প চলল। রাজ্যের নানা প্রান্তে গোটা মাস জুড়েই চলবে রবীন্দ্র-স্মরণ। বিশ্বকবির ১৫২-তম জন্মদিবসে এ দিন রাঁচির প্লাজা প্রেক্ষাগৃহে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য পরিবেশন করেন ইউনিয়ন ক্লাবের শিল্পীরা। ‘মজলিস’ সংগঠনের অনুষ্ঠানে ছিল নৃত্যনাট্য ‘মায়ার খেলা’। ১৬ মে অঙ্গার ক্লাব এবং ১৯ মে দেশপ্রিয় ক্লাবে রবীন্দ্রনাথের গান, নাচের অনুষ্ঠান হবে। তবে এ বছরও রাঁচির টেগোর হিলে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে রবীন্দ্র-জন্মোৎসব পালন না-হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। জামশেদপুরে সাকচিতে রবীন্দ্র-বরণে তিনদিনের অনুষ্ঠান এ দিন শুরু হয়েছে টেগোর সোসাইটিতে। রবীন্দ্রনাথের রচনা নিয়ে একাধিক গীতি আলেখ্য থাকবে ওই অনুষ্ঠানসূচিতে। দুমকার সিধো-কানহো মুর্মু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলে। ধানবাদে কয়লা নগর সাংস্কৃতিক পরিষদ ক্লাবে রবীন্দ্রনাথের গান, আবৃত্তির আসর বসে। হীরাপুরের লিন্ডসে ক্লাবেও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব।
|
|
জামশেদপুরের ‘টেগোর সোসাইটি’তে রবীন্দ্রজয়ন্তী পালন।
বৃহস্পতিবার। ছবিটি তুলেছেন পার্থ চক্রবর্তী।
|
|
খুদেদের রবীন্দ্র-স্মরণ। বৃহস্পতিবার, আগরতলায়। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী। |
|
রবীন্দ্র-জন্মোৎসব পালন। বৃহস্পতিবার, ধানবাদের
হীরাপুরে দুর্গামন্দির ক্যাম্পাসে। ছবি: চন্দন পাল। |
|
|
|
|
|