কেয়ার্ন-বেদান্ত চুক্তিতে নাক গলাবে না সুপ্রিম কোর্ট |
কেয়ার্ন ইন্ডিয়ার মালিকানা লন্ডন ভিত্তিক বেদান্ত গোষ্ঠীর হাতে দেওয়া সংক্রান্ত চুক্তির ব্যাপারে নাক গলাবে না সুপ্রিম কোর্ট। এই ৮৫০ কোটি ডলার চুক্তির ব্যাপারে হস্তক্ষেপ করতে অসম্মতির কথা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে বিচারপতি কে এস রাধাকৃষ্ণন এবং বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে গড়া ডিভিশন বেঞ্চ। কেয়ার্ন-বেদান্ত চুক্তিকে চ্যালেঞ্জ করে বেঙ্গালুরুর বাসিন্দা অরুণ কুমার অগ্রবালের দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ আনা হয়েছিল, কেয়ার্ন গোষ্ঠী কেয়ার্ন ইন্ডিয়ায় তার শেয়ার বিক্রি করতে চাইলে শর্ত অনুযায়ী প্রথমে তা কেনার প্রস্তাব দিতে হত ওএনজিসি-কে। কারণ, তাদের হাতেই রয়েছে রাজস্থানে কেয়ার্ন ইন্ডিয়ার তেল ব্লকের ৩০% শেয়ার। তাই প্রথম না-বলার অধিকারও ওএনজিসি-র। রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-র সঙ্গে সেই চুক্তিও ছিল কের্য়ানের। কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র এবং ওএনজিসি এ নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এ ধরনের বাণিজ্যিক লেনদেন নিয়ে রায় দেওয়ার এক্তিয়ার আদালতের নেই। জনস্বার্থ মামলাটিও এই সঙ্গে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
|
মালপত্র নেওয়ার সীমা কমাল জেট-ও |
এয়ার ইন্ডিয়ার পর জেট। বিমানে বিনামূল্যে মালপত্র নিয়ে যাওয়ার সীমা কমাল জেট এয়ারওয়েজ গোষ্ঠীও। সমস্ত ঘরোয়া উড়ানের ইকনমি ক্লাসে ওই সীমা কমে হচ্ছে ১৫ কেজি। আগামী ১৫ মে থেকে চালু হবে নয়া ব্যবস্থা। কেবিন ব্যাগেজের সীমা আগের মতোই ৭ কেজি থাকছে। বিমান সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত মালপত্রের জন্য যাত্রীদের দিতে হবে ২৫০ টাকা। জেট-প্রিভিলেজ শ্রেণির যাত্রীরা অবশ্য আগের মতোই বাড়তি মালপত্র নেওয়ার সুযোগ পাবেন। প্রথম সারির অতিথিরাও জেট এয়ারওয়েজ এবং জেটকানেক্ট-এর উড়ানে নিখরচায় ৩০ কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন।
|
বাজারে নতুন মারি ও বাটার বিস্কুট আনল ইওর্স ফুড। ৩০০ গ্রামের মারি মিলবে ২৫ টাকায়। আর ২০০ ও ৪০০ গ্রামের বাটার যথাক্রমে ২০ ও ৩৬ টাকা। |